বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল-বিজেপি সংঘর্ষ দিনে দিনে আরও বেড়ে চলেছে। অভ্যাস মতনই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের একবার প্রকাশ্য সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশে কড়া হুমকি দেওয়ায় উঠল অভিযোগ। এদিন সভা মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর দিকেও। এদিন দাসপুরের নাড়াজোল এলাকায় সভা ছিল দিলীপ ঘোষের।
এখানে এসে মঞ্চে ভাষণ দেওয়ার সময় তিনি আক্রমণাত্মক সুরে হুঁশিয়ারি দেন, “যেসব তৃণমূল নেতারা আজ আমাদের বিরুদ্ধে মামলা করছেন, ক্ষমতায় শুধু আসতে দিন, সবকটাকে কলার ধরে থানায় নিয়ে এসে মুচলেখা দিয়ে মামলা তুলতে বাধ্য করবে বিজেপি। আর যদি না করে তাহলে গ্রাম থেকেই তাদের তুলে দেওয়া হবে। একইভাবে পুলিশকে দিয়েও মামলা তোলানো হবে।” দাসপুরের সভা থেকে এইভাবেই তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছোড়েন দিলীপ ঘোষ।
এদিন তৃণমূল নেতা বা পুলিসকে চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি রাজীব কুমার ইস্যুতেও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মুকুল জানে মুখ্যমন্ত্রীর বাড়িতেই লুকিয়ে রয়েছে রাজীব কুমার।” প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের উদাহরণ টেনে আনেন দিলীপ, বলেন, “সিবিআই ঠিক রাজীব কুমারকে খুঁজে বের করবেই।”
প্রসঙ্গত, এর আগেও CBI ইশুতে রাজীব কুমারকে আক্রমনাত্মক সুরে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ”চিদম্বরমও পালিয়েছিলেন, তাকেও রেহাই দেওয়া হয়নি৷ সবাই জানেন তিনি এখন কোথায় আছেন!, তাই রাজীব কুমার এবং তাঁকে যাঁরা সহযোগিতা করেছেন, তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না।
শুধু তাই নয় দিলীপ ঘোষ আরও দাবি জানিয়েছেন, ‘শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ। বিরোধিতা করলেই লাঠিচার্জ করা হচ্ছে তাদের ওপর৷ ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস-গুলি। গণতন্ত্র বাংলায় প্রায় শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ,