প্রধানমন্ত্রী দেশ থেকে সাফ করে দিলেন পাকিস্তানের নাম

বাংলাহান্ট ডেস্ক : ১৯৭১ সাল মুক্তিযুদ্ধের পর আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ রাষ্ট্রের। এর আগেই ১৯৪৭ সালে দুটি ভাগে ভাগ হয় ভারত ও পাকিস্তান। পেরিয়ে গিয়েছে ৪৮ বছর। তবু সীমান্তের পিলারগুলিতে রয়ে গেছে IND-PAK লেখা। সীমান্তরক্ষীরা ৮ হাজার সীমান্তের পিলার থেকে পাকিস্তানের নাম মুছে দিয়েছেন। প্রত্যেকটি পিলার থেকে পাকিস্তান নাম মুছে দিয়ে বাংলাদেশ নাম লেখা হয়েছে।

images 68

বাংলাদেশের কিছু কিছু জায়গার দিলারে পাকিস্তান নাম রয়ে গেছে তা দেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তরক্ষী অর্থ বিজিবি সেই নাম মুছে ফেলার দায়িত্ব দেন।

বাংলাদেশের বাসিন্দারা পাকিস্তানের নাম লেখা পিলার গুলো মুছে ফেলার আর্জি জানিয়েছিলেন।সীমান্তরক্ষীরা চট্টগ্রাম কুমিল্লা যশোর রাজশাহী কুড়িগ্রাম চুয়াডাঙ্গা কুষ্টিয়া ময়মনসিংহ নওগাঁ পঞ্চগড় নেত্রকোনা জামালপুর সিলেট ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ থেকে IND-PAK লেখা মুছে দিয়েছেন। সীমান্তরক্ষীদের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন।

সম্পর্কিত খবর