“ভালো চাইলে পাকিস্তানের উচিত পাক অধিকৃত কাশ্মীর ভারতকে দিয়ে দেওয়া ” হুঙ্কার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

 

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস অটওয়ালের গলায়। বরং আরও এক ধাপ এগিয়ে তাঁর হুঁশিয়ারি, পাকিস্তান যদি নিজের ভাল চায়, তা হলে পাক অধি,কৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দিক।

কয়েকটি রিপোর্ট সম্প্রতি সামনে এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের লোকেরা ভারতের সঙ্গে জুড়তে চায়। সেই রিপোর্টের প্রসঙ্গ তুলে শুক্রবার পাকিস্তানকে এমনই হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাঁকে। অটওয়ালে বলেন, “পাকিস্তান যদি যুদ্ধ না চায় এবং ইমরান খান যদি তাঁর দেশের স্বার্থের কথা ভাবেন, তা হলে এখনই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতকে হস্তান্তর করা উচিত।”পাশাপাশি তিনি এটাও বলেন, “পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দিলে সেখানে শিল্প গড়ে তোলা হবে। শুধু তাই নয়, বাণিজ্যের পাশাপাশি দারিদ্র ও বেকারত্ব দূরীকরণেও পাকিস্তানকে সাহায্য করা হবে।”

669917 athawale ramdas 071517 770x433 1
কিছুদিন আগে কাশ্মীর নিয়ে আমেরিকাও পাকিস্তানকে জানিয়েছে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিবেশ তা দ্রুত বদলাবে এবং এ ব্যাপারে দু’দেশের সরাসরি আলাপ-আলোচনাকেই স্বাগত জানাব আমরা।” পাশাপাশি সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে পাকিস্তানকেও পরোক্ষে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এ ব্যাপারে মার্কিন বিদেশ দফতরের ওই মুখপাত্র পাকিস্তানকে পরামর্শ দেন, নিয়ন্ত্রণরেখায় তারা যেন শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখে।

সম্পর্কিত খবর