বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে একাধিক জেএমবি জঙ্গি ধরা পড়েছে৷ যারা রাজ্যের যুব সম্প্রদায়কে সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য কাজ চালাচ্ছিলেন৷ এবার সেই জেএমবি নেতাদের নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক৷ জানা গিয়েছে ইন্দো বাংলা সীমান্তে খিলাফত প্রতিষ্ঠার জন্য স্থায়ী ঘাঁটি তৈরির ছক কষছে জেএমবিরা এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷
তথ্য জানার অধিকার আইনে রাজ্য বিজেপির মিডিয়া সেল এই তথ্য জানতে পেরেছে জেএমবি নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য বাংলাদেশের জামাত উদ মুজাহিদিনের৷ একই সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড এবং বুদ্ধগয়া বিস্ফোরণের তদন্তে জেএমবি রায় যুক্ত আছে বলে তথ্য প্রকাশ্যে এসেছে৷ গোটা রাজ্যের পাশাপাশি বিশেষ করে অসমে জেএমবির কার্যকলাপের কথা উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রক৷
সে রাজ্যেও ইতিমধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে জেএমবি জঙ্গি হিসেবে গ্রেফতার করা হয়েছে৷ তবে শুধু পশ্চিমবঙ্গেই নয় অসম ত্রিপুরাতেও স্থায়ী ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করেছে জেএমবি৷ যা নিয়ে নতুন করে চিন্তায় ফেলছে ভারতকে৷ তবে রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিরোধের জন্য সর্বসম্মত ভাবে ব্যবস্থা গ্রহণ করতে তত্পর স্বরাষ্ট্র মন্ত্রক৷