মোদীর 69তম জন্মদিন: 700 ফুট কেক তৈরি করল সুরাটের একটি বেকারি

বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবারই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 69 তম জন্মদিন। সারাদেশে দলীয় নেতৃত্বরা দিনটিকে মহা সমারোহে পালন করেছে। জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীরও একাধিক কর্মসূচি ছিল। সকালে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান থেকে গুজরাটে মা হীরা বেনের সঙ্গে সাক্ষাত করা। অন্যদিকে দলীয় নেতারাও নিজেদের মতো করে মোদীর জন্মদিন সেলিব্রেট করেছেন। দিল্লী বিজেপি নেতা মনোজ তিওয়ারি মোদীর 69 তম জন্মদিবস উপলক্ষ্যে 69 ফুট কেক বানিয়েছিলেন। এবার সুরাটের এক বেকারি বানালো 700 ফুট ওজনের একটি কেক। যার ওজন 7000 কেজি। সুরাটের ব্রেডলাইন বেকারির আয়োজনে এই কেক বানিয়ে রেকর্ড করল ওই বেকারি। যদিও এসাধারণ কোনো কেক নয়। সম্প্রতিদ দেশের রাজনৈতিক অবস্থার বিশ্লেষন করে মোদীর জন্মদিনে এক  বিরাট অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দুর্নীতি থিম পালন করা হচ্ছে। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে রয়েছে বেশ কয়েকটি কর্মসূচি। সুরাটের 700 জন সত ব্যক্তি এই কেক কাটবেন বলেই শোনা গিয়েছে।

অনুষ্ঠানকে আকর্ষনীয় করে তোলার জন্য আতসবাজির পোড়ানোর পরিকল্পনাও রয়েছে একইসঙ্গে নানরকম অনুষ্ঠানও কর হবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে মানত পূরণ করতে এক ভক্ত একটি মন্দিরে দেড়শো কেজি ওজনের সোনার মুকুট উত্সর্গ করেন। অরবিন্দ সিং নামের ওই ব্যক্তি লোকসভা নির্বাচনে মোদীর জয়লাভের জন্যই এই মানত করেছিলেন।অন্যদিকে জন্মদিনের দিন শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দলীয় নেতৃত্বদের শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছিল এদিন। এদিন সকাল ছটায় মায়ের সঙ্গে সাক্ষাত করেন তিনি। দুপুরে একসঙ্গে বসে দুপুরের খাবারও খান তাঁরা।

 

সম্পর্কিত খবর