বাংলা হান্ট ডেস্ক : গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 69 তম জন্মদিন ছিল৷ প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে শুভেচ্ছায় ভেসে গেছে সোশ্যাল মিডিয়া৷ একই সঙ্গে বিভিন্ন জায়গায় দলীয় নেতৃত্বরা প্রধানমন্ত্রীর জন্মদিন মহাসমারোহে পালিত করেছে৷ মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এই খুশির দিনে তাল কেটে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে পুরুলিয়ায় একটি সভা থেকে বক্তৃতা চলাকালীন দিলীপ ঘোষ স্লোগান তুললেন নরেন্দ্র মোদী অমর রহে৷
প্রথমেই সভায় উপস্থিত সকলে দিলীপ ঘোষের এই স্লোগান শুনে রীতিমতো ভড়কে গিয়েছিলেন যদিও পরে নিজের ভুল স্বীকার করেন দিলীপবাবু৷ সাময়িকভাবে অস্বস্তিতেও পড়ে যান বিজেপির রাজ্য সভাপতি৷ তবে সেই সময়ে ঠিক পিছন দিক থেকে বিজেপিরই এক নেতা ভুল শুধরে দেওয়ার পরই দিলীপ ঘোষ বলে ওঠেন নরেন্দ্র মোদী যুগ যুগ জিও৷ এবং বলেন আমি ভুল করে অমর রহে বলে ফেলেছি৷
প্রথমেই বিজেপির রাজ্য সভাপতির এই স্লোগান শুনে মঞ্চে উপস্থিত বিদ্যাসাগর চক্রবর্তী জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং অন্যান্য নেতৃত্বরা একে অপরের মুখ থাকা তাঁকে করেছিলেন কিছু বলার সাধ্য ছিল না তবে না বলে থাকতে পারলেন না বরং দিলীপ ঘোষের হাত ধরে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেন৷ তবে দিলীপ ঘোষের মুখ থেকে এই ধরনের স্লোগান শোনার পর রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক অন্দরে৷
একজন বর্ষীয়ান নেতা বেঁচে থাকার সত্ত্বেও কী ভাবে অমর রহে কথাটি বললেন তিনি? সকলেই প্রশ্ন তোলে ন৷ উল্লেখ্য প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুরাটে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আর এই উপলক্ষে সাত শ ফুটের একটি কেক বানিয়েছে সুরাটের এক বেকারি৷