বাংলা হান্ট ডেস্ক: কোথায় রয়েছেন রাজীব কুমার? এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর খুঁজতে নাজেহাল অবস্থা পুলিশের। ইতিমধ্যেই ১৪ সদস্যের বিশেষ দল গঠন করা হয়েছে সিবিআই-এর তরফ থেকে। এরইমধ্যে চমকপ্রদভাবে আরেকটি ঘটনা ঘটে যায়। বুধবার সকালে রাজীব কুমারের আপ্ত সহায়ক এসে হাজির হন তাঁর বাড়িতে। তবে সেই সময় বড়ই ক্ষণস্থায়ী। রাজীবের আপ্ত সহায়ক কিছু ফাইলপত্র হাতে নিয়ে বের হন, এবং গাড়িতে উঠে রওনা দেন। এই গোটা ঘটনায় তার সময় লাগে ঘন্টাদুয়েক।
রাজীব কুমারের এই আপ্ত সহায়কের নাম শুভম বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে শুভম ভবানীভবনে সিআইডি-তে কর্মরত। বিভিন্ন সময়ে রাজীবের বিভিন্ন জায়গায় পোস্টিং থাকাকালীন, তাঁর আপ্ত সহায়ক থেকেছেন শুভম।
এদিন শুভম বন্দ্যোপাধ্যায়ের রাজীব কুমারের বাড়িতে আসা ও কিছু ফাইলপত্র সংগ্রহ করে বেরিয়ে যাওয়া, এই সম্পূর্ণ ঘটনাটি প্রমাণ করে যে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছেন রাজীব। তবে আড়ালে থেকেই এই কাজ চালাচ্ছেন তিনি। রাজ্যের তরফে সিবিআই-কে জানানো হয়েছে, দরকারী কিছু কাগজপত্র নিতেই নাকি শুভম বন্দ্যোপাধ্যায় সরকারি বাসভবনে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠেছে যে তিনি কার নির্দেশে এলেন? রাজীব কুমার পুলিশের চোখে নিরুদ্দেশ হওয়া সত্ত্বেও, শুভম কে এই কাজ করার নির্দেশ তিনি কিভাবে দিতে পারেন?
তাহলে কি রাজীবের হদিশ শুভম জানেন? আপাতত তাকে গ্রেফতার করতে বদ্ধপরিকর সিবিআই আধিকারিকরা। তারা যথাসম্ভব শক্তি দিয়ে রাজীবকে ধরার চেষ্টা করছেন। তদন্তকারীরা শুভস্য শীঘ্রম তার খোঁজ পেতে চান। তবে এই ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইনি ঘেরাটোপে নিজের শেষ চেষ্টা করে নিতে চান রাজীব কুমার।
প্রসঙ্গত, রাজিবের এই পলায়ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করেছেন মুকুল রায় ৷ BJP দপ্তরে তিনি বলেন, “রাজীব কুমার কোথায় আছে? সেটা একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। CBI-এর অর্ডার রয়েছে, রাজীব কুমার রাজ্য ছেড়ে যেতে পারবেন না। এর মানে পশ্চিমবঙ্গের ভিতরেই রয়েছে রাজীব কুমার। আইন-শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর৷ তার পরের দায়িত্ব অনুজ শর্মার। অতিরিক্ত আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন জ্ঞানবন্ত সিং। তাই স্বাভাবিক ভাবে প্রশ্নটার জবাব তাঁরাই দেবেন।”
রাজীব কুমার ইস্যুতে দিন দিন আরও উত্তেজনার পারদ চড়ছে। এখনও রাজীব কে ধরতে পারেনি CBI। তবে কি CBI- এর সাথে ধাপ্পাবাজি করছেন রাজীব কুমার?, এর উত্তরে মুকুল রায় বলেন, “CBI-এর সঙ্গে রাজীব কুমার যেটা করছেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো ভাবে আর কেউ বলতে পারবেনা।”