বাংলা হান্ট ডেস্ক : বার বার বেতন সংক্রান্ত সমস্যা বা বেতন কমিশন চালু করা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷ এ বার সেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ উত্সবের মরসুমে রেলকর্মীদের 78 দিনের বোনাস ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং পরিবেশ মন্ত্রকের তরফ থেকে৷ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর এক সাংবাদিক বৈঠকে সাড়ে এগারো লক্ষ্য কর্মচারীরা এই বোনাস পাবেন বলে জানিয়েছেন৷ মোদী জমানায় গত বছরের তুলনায় এ বছর সব থেকে বেশি বোনাস দেওয়া হচ্ছে বলেই খবর৷ এই সাড়ে এগারো লক্ষ রেলকর্মীকে বোনাস দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2,024 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷
সরকারি কর্মচারীদের এই বোনাস বৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, গত বছর ধরে রেকর্ড পরিমাণে বোনাস দিচ্ছে মোদী সরকার কিন্তু এ বছর 11, 52000 রেলের কর্মীকে যে বোনাস দেওয়া হবে তার আওতায় থাকবেন অনেক নিচু তলার কর্মীরাও৷ উল্লেখ্য এদিন যৌথ বৈঠকে শুধুমাত্র রেল কর্মীদের বোনাস দেওয়ার কথাই নয় পাশাপাশি ই সিগারেট নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ ই সিগারেট উত্পাদন রফতানি বিক্রি বিজ্ঞাপন সব কিছুর উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
যদিও এত দিন ধরে দেশের অধিকাংশ মানুষ ই সিগারেট নিষেধেরবিষয়ে সায় দিয়ে এসেছেন৷ অন্যদিকে এদিন কর্মীদের জন্য বোনাস এবং ই সিগারেট নিষেধাজ্ঞার পাশাপাশি কেন্দ্রের আর্থিক মন্দা কাটাতে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ তাই আগামী 20 সেপ্টেম্বর তারিখে জিএসটি কাউন্সিলের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটি বৈঠক হওয়ার কথা৷ ওই বৈঠকে আর্থিক মন্দা নিয়ে একাধিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷