মোদীর সাথে অন্যান্য দেশের সখ্যতা, আতঙ্কে ফের আকাশ পথ বন্ধ করল পাকিস্তান

 

বাংলা হান্ট ডেস্ক : আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড এবং স্লোভানিয়া সফরে যাওয়ার কথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ভারতের রাষ্ট্রপতির ওই সফরে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে শনিবার জানিয়ে দিল ইসলামাবাদ। আগেই রাষ্ট্রপতির আইসল্যান্ড সফরে যাওয়ার জন্য পাক আকাশসীমা ব্যবহার করার আবেদন জানিয়েছিল নয়াদিল্লি।

গত জানুয়ারি মাসে পুলওয়ামা হামলা এবং তার পরে বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকেই নিজেদের আকাশসীমা ভারতের ব্যবহারের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান। তার পর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল পাকিস্তানের অধিকাংশ এয়ার রুট। বালাকোট হামলার প্রায় ১৪০ দিন পর আকাশপথ খোলে পাকিস্তান। জানা যায়, ওই ১৪০ দিনে প্রায় ৪৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে লোকসানের ভারে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার। গত মার্চ মাসে শর্তসাপেক্ষ আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় ইসলামাবাদ।
যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

narendra modi 2 1

আগামী ২১ সেপ্টেম্বর এক সপ্তাহের মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হামলা চালায় ভারত। তারপরই ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। তবে জুলাইয়ে আবার তা আংশিকভাবে খুলে দেয়া হয়। তার একদিন পরেই পাক বিমানমন্ত্রী জানান, আকাশসীমা বন্ধ রাখায় তাদের ৮ বিলিয়ন ডলারেরও বেশী আর্থিক ক্ষতি হয়েছে।

সম্পর্কিত খবর