“শুধু মোদী আর মমতা, মাঝখানে ফুল! এ আবার কেমন সরকারি বৈঠক!” মোদী মমতা বৈঠককে কেন্দ্র করে সমালোচনা

 

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি, কলকাতায় বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, উনি এটাও বলেছেন, এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা বলেননি, কারন এনআরসি অসমের বিসয়, পশ্চিমবঙ্গের নয়। তাহলে এতদিন বাংলার মানুষকে তিনি এনআরসি নিয়ে ভয় দেখালেন কেন? কেনই বা পদযাত্রা করলেন? এরজন্য বাংলার মানুষের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। বিজেপির বক্তব্য, আসলে উনি বিপদে পড়েছেন, তাই এনআরসি নিয়ে আর অহেতুক জটিলতা বাড়াতে চাননা তিনি।

প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কি বক্তব্য তাঁদের? অধীর বাবু বলেন “রাজ্যের দবিদাওয়া নিয়ে কথা বলতে হলে তো বাজেটের আগে দেখা করতে হত।

sujan chakraborty
ওপর দিকে সুজন বাবু বলেন রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ সাজছিলেন। হঠাত্ বেড়াল হয়ে গেলেন কী করে! সরকারের সঙ্গে সরকারের বৈঠক যদি হয়, তা হলে তো ফাইলপত্র থাকবে, অফিসাররা থাকবেন। এ বৈঠকে তো কিছুই দেখা গেল না। শুধু মোদী আর মমতা, মাঝখানে ফুল! এ আবার কেমন সরকারি বৈঠক!

সম্পর্কিত খবর