বাংলা হান্ট ডেস্ক: মুক্তি পেয়েছে রাজকুমার রাও, মৌনী রায় অভিনীত ‘মেড ইন চায়না’ ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির হন রাজকুমার ও মৌনী দুজনেই। সেখানে গিয়েই চোখ ভরে গেল অভিনেতা রাজকুমার রাও এর।
সম্প্রতি রাজকুমার রাও হারিয়েছেন তাঁর বাবা সত্যপাল যাদবকে। বুধবার ‘মেড ইন চায়না’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রাজকুমারকে তাঁর প্রয়াত বাবার বিষয়ে প্রশ্ন করা হলে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেতা। বাবার সম্পর্কে কথা বলতে বলতে চোখে জল এসে যায় তাঁর। বাবার কথা বলতে গিয়ে রাজকুমার বলেন, ”ছবির (মেড ইন চায়না) প্রযোজকদের কাছে কৃতজ্ঞ, তাঁরা আমার পাশে থেকেছেন। আমি বাবাকে মৃত্যুর আগে ছবির ট্রেলার দেখাতে পেরেছি। বাবা তখন হাসপাতালে আমি প্রযোজকদের অনুরোধ করি যাতে ট্রেলারটি আমার বাবাকে দেখাতে দেওয়া হয়। তাঁরা এতে সম্মতি জানান।” একথা বলতে বলতে চোখে জল এসে যায় রাজকুমারের। রাজকুমার আরও বলেন, ”গত তিন বছর আগে যখন আমি আমার আরেকটি ছবির শ্যুটিং করছিলাম সেসময় আমি আমার মাকেও হারাই। এধরনের ক্ষতি কেউই ভুলতে পারে না।”
https://www.instagram.com/p/B2i5vpog3Q1/?utm_source=ig_web_copy_link
গত ৫ সেপ্টেম্বর মৃত্যু হয় রাজকুমার রাওয়ের বাবা সত্যপাল যাদবের। তিনি গত ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বলে খবর মেলে। ৬ সেপ্টেম্বর সত্যপাল যাদবের শেষকৃত্য সম্মন্ন হয়। প্রসঙ্গত, ‘মেড ইন চায়না’ ছবিতে রাজকুমার রাওকে একজন গুজরাটি ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে। সেখানে তাঁর নাম হয়েছে রঘু মেহেতা। ‘মেড ইন চায়না’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৫ অক্টোবর।