এবার আইএসএলে খেলতে আসছেন চারবার বিশ্বকাপ খেলা এই তারকা ফুটবলার।

এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সবচেয়ে বড় লীগ হল আইএসএল। বেশ কয়েক বছর ধরে আইএসএল ভারতীয় ফুটবলকে পৌঁছে দিয়েছে এক অন্য মাত্রায়। আর এবার আইএসএল এর দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভারতীয় ফুটবলের দল বদলে দিল বড় চমক। বিগত দু বছরে আইএসএলে সেইভাবে কোনো তারকা ফুটবলার কে দেখা না গেলেও এবার আইএসএলে আসছেন চারবার বিশ্বকাপ খেলা ঘানার সুপারস্টার।

33 বছর বয়সী ঘানার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আসামোয়া গিয়ান এবার আইএসএলে খেলবেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ক্লাবের হয়ে। ইতিমধ্যেই এই সুপারস্টার কে নিজেদের দলে সই করিয়ে নিয়েছেন জন আব্রাহামের দল।

47782112487efc304fe0a50c3132800db9f57a5a

আসামোয়া গিয়ান ঘানার জাতীয় দলে অভিষেক ঘটে মাত্র 17 বছর বয়সে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন 2006, 2010, 2014 এবং 2018 সালের বিশ্বকাপে। চার বার বিশ্বকাপ খেলায় এই তারকার রয়েছে যথেষ্ট অভিজ্ঞতা। 2010 সালে ঘানা যখন বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছিল সেই সময় ঘানার সেমি ফাইনালে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আসামোয়া গিয়ানের। এমনকি সেই বিশ্বকাপে গিয়ান ছয়টি গোল করে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন।

এই আসামোয়া গিয়ানের রয়েছে ফরাসি লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং সিরিয়া লিগে খেলার অভিজ্ঞতা। ইনি দেশের জার্সি তুলে রাখেন চলতি বছরের মে মাসে। আর এবার এই চারবার বিশ্বকাপ খেলা গিয়ান ভারতে খেলতে আসছেন। জানা গিয়েছে তিনি নিজেও মুখিয়ে রয়েছেন আইএসএলে খেলবার জন্য।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর