বাংলা হান্ট ডেস্ক : সারদা কেলেঙ্কারির তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে চাইছে সিবিআই৷ তাই একদিকে যেমন সারদা মামলা থেকে রাজীব কুমারকে কিছুতেই রেহাই পেতে দিচ্ছে না সিবিআই ঠিক অন্যদিকে সারদা মামলার অন্যতম অভিযুক্ত তথা রাজীব কুমার মামলায় সিবিআইয়ের মূল হাতিয়ার দেবযানীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা৷ দীর্ঘ সাত মাস পর দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআই আধিকারিকদের হাতে৷ সিবিআই আধিকারিকদের নিজস্ব বয়ান দিয়েছেন অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়৷
এ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দেবযানী জানিয়েছেন, তিনি এক সময় বিধাননগর পুলিশকে বলেছিলেন তিনি মিডল্যান্ড পার্কের অফিসে যেতে চান৷ কারও মনে তিনি মিডিয়া এবং সারদা সংক্রান্ত নথি কোথায় আছে সেটা জানতেন তাই তিনি দেখিয়ে দিতে চান৷ প্রথমে পুলিশ না নিয়ে গেলেও পরে যখন দেবযানীকে সেখানে নিয়ে যাওয়া হয় অনেক ভগ্নপ্রায় জিনিস উদ্ধার করা হয়৷ অফিস থেকে বহু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র উধাও হয়ে যায়৷ যদিও দেবযানীকে নিয়ে অফিস থেকে সারদার সমস্ত নথি ও কাগজপত্র বের করেছিল পুলিশ৷ কিন্তু তিনি সারদার জমি ও মিডিয়া সংক্রান্ত সমস্ত তথ্য নাকি শর্ট লিস্ট করে ট্রাঙ্কে ভরে রাজীব কুমারের কাছে পৌঁছে দিয়েছিলেন বলে দাবি করেছেন দেব জানি৷ এর পাশাপাশি সারদার বিভিন্ন তথ্য ল্যাপটপ এবং পেন ড্রাইভে ভরে দিয়েছিলেন তিনি এমনটাই জানিয়েছেন দেবযানী মুখোপাধ্যায়৷
দেবযানী মুখোপাধ্যায়ের কাছ থেকে এই বয়ান শুনে আর কারও বুঝতে বাকি নেই সারদা মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজীব কুমারের বিরুদ্ধে এনেছিল তাঁর নেহাত সন্দেহজনক নয়, ঘটনাটি একেবারেই সত্যি৷ তাই এ বার দেবযানী মুখোপাধ্যায়ের এই বয়ানকে হাতিয়ার করে এগোতে চাইছেন সিবিআই আধিকারিকরা৷ জানা গিয়েছে দেবযানীর পরে এ বার সুদীপ্ত সেনের বয়ান রেকর্ডের জন্য আদালতে আবেদন জানাবে সিবিআই৷