বাংলাহান্ট– ‘মাথায় মাথায় ঠোকা লাগলো? সিং গজাবে! আর একবার ঠোকা নে’ প্রায়শই কথাটা শুনি আমরা। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, আছে বিশ্বাস। তবে এবার সত্যিই দেখা গেল এরকম একটি ঘটনা। সত্যিই একটা সিং গজাল একজনের মাথায়।
শ্যামলাল যাদব(৭৪) মধ্যপ্রদেশের সাগর জেলার রহলি গ্রামের বাসিন্দা। বছর কয়েক আগে মাথায় বড়সড় আঘাত পেয়েছিলেন তিনি। তারপরই মাথার সামনের অংশটা ফুলে যায়। আর তারপরই সেখানে সিংয়ের মতোই একটি পিণ্ড গজিয়ে ওঠে। যতদিন যায়, আরও উঁচু হতে থাকে সেই সিং।
প্রথম প্রথম মাথার তালুতে এই অদ্ভুত জিনিসটি দেখে বেশ অবাক হতেন শ্যামলাল বাবু। মাঝে মাঝে বিব্রতকর অবস্থার মধ্যেও পড়তে হতো তাকে। পরে ব্যাপারটি স্বাভাবিক হয়ে ওঠে তার কাছে। নিজে নিজেই সেটি কেটে ফেলার চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তা ক্রমেই সিংয়ের আকার ধারণ করলে পরে চিকিৎসকদের পরামর্শ নেন।
চিকিৎসকরা জানান, এটি আসলে সেবাসিয়াস হর্ন, যা ডেভিলস হর্ন নামেও পরিচিত। শরীরের যে অংশটি খোলা রয়েছে, সবচেয়ে বেশি রোদ পায়, সাধারণত এটি সেখানেই গজিয়ে ওঠে। অস্ত্রোপচারের মাধ্যমে তা সরিয়ে ফেলা সম্ভব।
এরপরই অস্ত্রোপচার হয় তার মাথায়।আপাতত তিনি সুস্থ। মাথায় সিং আর নেই। সিংয়ের থেকে পরিত্রান পেয়ে বেঁচেছেন তিনি।