বাংলা হান্ট ডেস্ক : চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে পদার্পণ করার মাত্র কয়েক মিনিট আগে ভারতীয় স্পেস নেটওয়ার্কের সঙ্গে হঠাত্ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রমের৷ অবশেষে অতিক্রান্ত হয়েছে চোদ্দো দিন, ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ হওয়ার যে শেষ আশাটুকুও ছিল তা ক্ষীণ হয়ে এসেছিল অবশেষে শনিবার ইসরোর তরফ থেকে জানিয়ে দেওয়া হল ল্যান্ডার বিক্রমের সঙ্গে আর কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব নয় কারণ চাঁদের বুকে নেমে এসেছে গভীর অন্ধকার৷ তবে চন্দ্র জনের সঙ্গে যোগাযোগ না করা গেলেও চন্দ্রযান টু এর অরবিটার তাঁর লক্ষ্য পূরণে 98 শতাংশ সফল হয়েছে শনিবার আইআইটি ভুবনেশ্বরে অনুষ্ঠিত কনভোকেশন সেরিমনিতে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন৷
এ দিন তিনি জানিয়েছেন অরবিটার টি বিজ্ঞান ও প্রযুক্তি দুটি ক্ষেত্রেই সফল, তাই অরবিটারের প্রচেষ্টাকে 98 শতাংশ সফল বলে জানান তিনি৷ তবে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চন্দ্রযান টু এর অভিযান সাফল্য না হলেও এ বার আরও বড়সড় সাফল্যের কথা ভাবছে ইসরো৷ তাই আগামী বছর আবারও চন্দ্র অভিযান হতে পারে এমনটাই জানালেন কে শিবন৷ যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু ল্যান্ডার বিক্রমের যে সমস্যা তা খতিয়ে দেখার পর আবারও চন্দ্রাভিযান নিয়ে ভাবা হবে বলেই জানালেন ইসরোর চেয়ারম্যান৷
তবে চন্দ্রযান টু এর এই অবিচার আগামী সাড়ে সাত বছর অক্ষুণ্ন থাকবে বলেই জানা গিয়েছে৷ যার মধ্যে থাকা ম্যাপিং ক্যামেরা, স্পেকটোমিটার এবং সোলার এক্স রে মনিটর সাড়ে সাত বছর ধরে চাঁদ থেকে নানা গুরুত্বপূর্ণ ছবি তুলে ইসরোকে পাঠাবে৷ 22 জুলাই তারিখে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে চাঁদের দক্ষিণ মেরুতে রওনা দেয় চন্দ্রযান টু৷ 7 সেপ্টেম্বর তারিখে তাঁর চাঁদের দক্ষিণ পৃষ্ঠে পা রাখার কথা ছিল যদিও তা সম্ভব হয় নিই৷