বাংলাহান্ট– স্বামী ও স্ত্রীর মধ্য দাম্পত্য কলহ এখন কার দিনে সাধারণ ব্যাপার। গবেষণায় দেখা গেছে আর জন্য অনেকটাই দায়ী মোবাইল ফোন। সঙ্গী ফোন ব্যবহারের কারণে মানুষ নিজেকে অবহেলিত ভাবছে কিংবা সন্দেহবাতিকগ্রস্ত হয়ে পড়ছে। সুস্থ সম্পর্কের জন্য পরস্পরের সঙ্গে সুন্দর সময় কাটানোর বিকল্প নেই, বর্তমানে মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার সম্পর্ককে খাদের কিনারায় দ্বার করিয়ে দিচ্ছে।
ইউগভ এর গবেষণা বলছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের পাশাপাশি ওয়েবসিরিজের প্রতি আসক্তি কিংবা গেম খেলার দিকেই বেশি মনোযোগ দেওয়াই কাল হচ্ছে সম্পর্কের জন্য।
সেই জন্য সম্প্রতি গবেষণায় এমন কিছু কাজের কথা বলা হয়েছে যাতে ঠিক থাকে সম্পর্ক, আসুন সেগুলি দেখে নেওয়া যাক।
অফিসের কাজ অফিসেই শেষ করুন। নিতান্ত বাধ্য না হলে বাসায় ফিরে অফিশিয়াল কাজ বা মেইল চেক থেকে বিরত থাকুন।
বাড়ি ফিরে সঙ্গীকে নিয়ে একসাথে সিনেমা দেখুন। একসঙ্গে ঘরের কাজ করুন। সঙ্গীকে ঘরের কাজে সাহায্য করুন।ডেটে গিয়ে মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন।
গেমের প্রতি আসক্তি থাকলে সেটি যথাসম্ভব কম করুন। একসাথে ঘুমানোর সময় বিছানায় মোবাইল ফোন নিয়ে যাবেন না।এই ধরণের কাজ গুলি করলে আপনার সঙ্গী আপনাকে সন্দেহ করা থেকে বিরত থাকবে। সুখী হবে আপনার দাম্পত্য জীবন