বাংলা হান্ট ডেস্ক : জাপানের কুফুশিমার জুনকো তাবেই (Junko Tabei) এভারেস্ট জয়ী মহিলা হিসেবে গিনেস বুকেও গড়েছিলেন রেকর্ড। তিনবছর আগে 77 বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। আজ রবিবার 22 সেপ্টেম্বর তারিখে তাঁর 80 তম জন্মদিনে গুগল ডুডলের পক্ষ থেকে সম্মান জানানো হল। প্রথম স্ট্রাইওটাইপকে অস্বীকার করে তুষারপাতের হাত থেকে বেঁচে এভারেস্টে স্কেল তৈরি করেছিলেন জুনকো তাবেই। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ আরোহনকারী হিসেবে তাঁকে স্মরন করল জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
যদিও এভারেস্টের প্রথম মহিলা হওয়ার ইচ্ছা সেভাবে তাঁর ছিল না কিন্তু অদম্য চেষ্টা ও সহাসিকতা তাঁকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ছুঁতে বাধ্য করেছে।1939 সালে জাপানের কুফুসিমার একটি ছোট্টো শহরে জন্মেছিলেন তিনি। যেসময় তিনি জন্মেছিলেন সেসময় জাপানে মহিলাদের ঘরবন্দি থাকার বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হত। কিন্তু জুনকো ও তাঁর মা সমাজের সমস্ত স্তরের মহিলাদের বেরিয়ে আসার কথা বলেছিলেন। তাই তিনি ও তাঁর মা মিলে একটি লেডিজ ক্লামিং ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন।
1979 সালের 1 মে তারিখে এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন তিনি। যদিও আরোহনের মুখে 15টি দল ও ছয়টি শেরপা ভয়াবহ তুষারঝড়ের মুখে পড়েছিল। কিন্তু তিনি একমাত্র মহিলা যিনি তিনদিন তুষারঝড়ের সঙ্গে লড়াই করে 12 পরে শীর্ষে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলেন। এরপর সত্তরের বেশি দীর্ঘতম পর্বতমালায় আরোহন করেছিলেন তিনি।
তাই 1992 সালে সাত শীর্ষ সম্মেলনের প্রথম মহিলার খেতাব অর্জন করেন।মাত্র 35 বছর বয়সে এভারেস্টে প্রথম মহিলা হিসেবে শৃঙ্গ জয় করেন। 2012 সালে ক্যন্সার আক্রান্ত হন তিনি। অবশেষে 2016 সালে প্রয়াত হন।