স্বপ্ন প্রিয়া ঘোষাল: পুজো মানেই পেট পুজো। বাঙালিদের পুজোর কটা দিন চুটিয়ে আড্ডা আর ঠাকুর দেখার সাথে সাথে রসনার তৃপ্তিটা কিন্তু ভীষন ভাবে কম্পালসারি। তবে চাউমিন মোমো বিরিয়ানি কিংবা ফ্রয়েড রাইস, চিলি চিকেন, বছরের অন্যান্য সময় এসব খেয়েই থাকি আমরা। তাই পুজোর কটা দিন যদি পাওয়া যায় বাঙালির সেই হেঁসেলে র খাবার তবে পুজো জমজমাটি। তাই প্রতি বছরের মতন এ বছরও পুজোর স্পেশাল বাঙালিয়ানা নিয়ে হাজির দেবনিয়ার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। সপ্তমী থেকে দশমী, জমিয়ে খাও বাঙালি।
দেখে নাওয়া যাক কি কি থাকছে তাদের মেনু তে –
সপ্তমী তে | আফগানি চিকেন কাবাব, স্যালাড, হারা মুগডাল তারকা, আলু বেনারসি, বেবী জিরা নান, জাফরান পোলাও, কাতলা দো পেয়াজি, পাহাড়ি মটন কারি, চাটনি, পাপর, মিষ্টি, পান।
অষ্টমীতে | আজয়ানি চিকেন কাবাব, স্যালাড, ইয়ালো ডাল মাখানি, আলু সুলতানা কোপ্তা কারি, মিনি কুলচা, আকবরী মটন কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পান।
নবমীতে | হিরামতি চিকেন ঠিককা, স্যালাড, কুবেরি নান, ডাল পাটিয়ালা,দম আলু ভোজপুরি, হাইদ্রবাদী পোলাও, কাতলা বেগম বাহার, ফারজানা মটন মশলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পান।
দশমীতে | ফিস শিক কাবাব, লুচি, স্যালাড, নারকেল সহ ছোলার ডাল, পস্ত বেগুনী, বাসমতী ভাত, শুক্ত, দেশী কাতলা কালিয়া, কচি পাঠার মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পান।
প্রতিজন, প্রতিদিন, প্রতি প্লেট ৪০০ টাকা। সময় দুপুর ১২ টা থেকে ৩ টে।
বুকিং শুরু ১১ সেপ্টেম্বর ২০১৯ থেকে
আগে থেকে বুকিং করে রাখতে যোগাযোগ করতেই পারেন ।নম্বর – ৯৮৭৪১৯৬৪৭০
আর ঠিকানা টা? দম দম ক্যান্টনমেন্ট রথতলা। কলকাতা ৭০০০২৮।