আতংবাদি ইস্যুতে যখন প্রায় গোটা বিশ্ব ঝামা ঘষছে পাকিস্তানের মুখে; তখন মোদীর একটি ক্ষুদ্র কাজে মুগ্ধ গোটা বিশ্ব, জেনে নিন কি কাজ

 

বাংলা হান্ট ডেস্ক:  ক্ষুদ্র তবু তুচ্ছ নয় স্বচ্ছ ভারত অভিযানে ভারতের একাধিক নেতা যখন মোদির বিরুদ্ধে মুখ খুলেছেন তখন মোদি নিরন্তর প্রতিষ্ঠা করে গেছেন ভারতে কিভাবে স্বচ্ছতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু তিনি যে শুধু দেশের প্রধানমন্ত্রী নন তিনি যে আমজনতার একজন প্রধান নাগরিক, তিনি যে একজন সত্যিই চৌকিদার তার নজরে যে কোন ছোট জিনিস এড়িয়ে যায় না তিনি আরো একবার তার প্রমান করে দিলেন।

মার্কিন মুলুক মানেই সভ্যতার হাতছানি মার্কিন মুলুকে মানুষ এতটাই পরিষ্কার এবং সচেতন যে ভারত কেন অন্যান্য দেশগুলো তারা বশ্যতা স্বীকার করে নেয় তাদের এই নিষ্ঠার প্রতি। কী এমন করেছেন মোদি? যদিও খুব বড় কিছু নয়, তবুও তার এমন কাজ সবার দৃষ্টি আকর্ষণ করেছে শনিবার হিউস্টন বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টারসহ একাধিক শীষ মার্কিন ও ভারতীয় কর্মকর্তারা।

IMG 20190919 142930 1

তার মাঝেই বিমানবন্দর ছিল আঁটোসাঁটো নিরাপত্তাবেষ্টনী ছিল প্রটোকলের যাঁতাকল কিন্তু তার মাঝেই হঠাৎ কোন একটি গণতন্ত্রের প্রধান দেশের প্রধান নাগরিকদের নেতা এমন কাজটি করবেন কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি গোলাপগুচ্ছ থেকে পড়ে যাওয়া একটি গোলাপের ডাল কে নিচ থেকে কুড়িয়ে আবার তার সিকিউরিটির হাতে দিয়ে দেন এতেই মজেছে গোটা বিশ্ব তথা ভারতের নাগরিকরা।

সম্পর্কিত খবর