হিন্দুস্তান যেন শক্তিমান, বিশ্ব দেখছে মোদির দম ;বিশ্বের সর্বশক্তিমান “ট্রাম্প মোদি” একমঞ্চে

 

বাংলা হান্ট ডেস্ক : দুই দেশের রাষ্ট্রপ্রধান যখন একই মঞ্চে পৃথিবীর-সবচেয়ে-বড় গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন তখন তাকিয়ে আছে গোটা বিশ্ব।৭০ হাজার দর্শকের সামনে দুই রাষ্ট্রনায়কের যুগোলবন্দী যে বিশ্বকে নাড়া দিয়েছে তা সকলেরই অনুমেয়।

ভোর চারটা থেকে লম্বা লাইন প্রায় এক কিলোমিটার দূরে গাড়ির লম্বা লাইন চোখে পড়ছে।

না এ কোন ভোটার লিস্টে থাকা ভোট দেওয়ার লাইন নয়। এই হচ্ছে নাগরিকদের সংবর্ধনা অনুষ্ঠান যেখানে গুজরাত, কাশ্মীরের হিন্দু পরিবার, থেকে আরম্ভ করে সমস্ত জাতি যেন একাকার হয়ে গেছে এক মন্ত্রে থেকেআট থেকে আশি বালক থেকে নাবালক, সাবালক থেকে বৃদ্ধ বণিতা, সকলেই জেন মোদি ভক্ত প্রান।

IMG 20190922 175943

আমেরিকায় পৌছানোর পর থেকেই মোদি কেড়ে নিয়েছে পাকিস্থানের ঘুম। অগণিত মানুষের উচ্ছাস আনন্দের কেন্দ্রবিন্দু হয়েছে এই মেগা শো। প্রশাসনের তৎপরতা যেমন নজরকাড়া তেমনি সকল প্রবাসী ভারতীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা প্রবল। ভারতের 370 ধারা 35 এ নিয়ে কাশ্মীরের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন যখন বারবার মুখ খুলছে, ভারত পাকিস্তানের বিষয় নিয়ে বিরোধী দলগুলো যখন মাঝে মাঝে কড়া নাড়ছে মোদির দেওয়ালে তখন অন্তর্জাতিক ক্ষেত্রে জায়গা করে নিয়েছে এক অন্য ভারত।

ইমরান খান যখন সৌদি আরবের বিমানে করে আমেরিকা পৌঁছাচ্ছে, তখন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সসম্মানে নিজস্ব বিমানে মোদী পৌঁছে গিয়েছেন বিশ্বের কেন্দ্রবিন্দুতে।

সম্পর্কিত খবর