বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এই দিন শুরুতেই নেমে আসে ভারতের ব্যাটিং বিপর্যয়। প্রথমে ওপেনার রোহিত শর্মা ফিরে যান মাত্র 9 রান করে। তারপর অপর ওপেনার শিখর ধাওয়ান 36 রান করলেও খুব বেশি সময় টিকে থাকতে পারেনি তিনি। আর অধিনায়ক বিরাট কোহলি যার ব্যাটের উপর ভরসা করে কার্যত পুরো ভারতের ব্যাটিং লাইন আপ টিকে থাকে তিনিও এই দিন মাত্র 9 রান করে ফিরে যান প্যাভিলিয়নে।
আর তাই এই মুহূর্তে ভারতের ব্যাটিং এর ত্রিমুখী স্তম্ভ আউট হয়ে ফিরে যাওয়ার ফলে চাপে রয়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। এই মুহুর্তে ক্রিজে রয়েছেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। এখন এটাই দেখার এই দুজন ভারত কে আজকের ম্যাচে কোথায় নিয়ে যায়।
এই ব্যাঙ্গালোর স্টেডিয়াম এতদিন পর্যন্ত চেস করেই বেশিরভাগ দল ম্যাচ জিতেছে। এটা ভালোভাবে জানেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দল নিজেদের চাপে ফেলতে নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আজকে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।