“ভারতে সব ভালো আছে ” – আমেরিকায় বাংলা বলে বাঙালিদের মন জয় করলেন নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্ক : রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টন সেজে উঠেছিল একেবারে অন্য রকম ভাবে৷ প্রবাসী ভারতীয়দের আয়োজনে এই নিয়ে তৃতীয়বার সে দেশে অনুষ্ঠিত হলেও নমো শো৷ যার নাম দেওয়া হয়েছে হাওডি মোদী৷ রবিবার হাউস্টনের সেই সভায় পঞ্চাশ হাজারেরও বেশি প্রবাসী ভারতীয়রা যোগ দিয়েছিলেন৷ রবিবার ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রথমেই সব খুব ভাল বাংলায় এই কথা বলে বক্তব্য রাখতে শুরু করেন নমো৷ অর্থাত্ তিনি হাওডি মোদী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন ভারতে সব ভাল আছে৷ শুধু বাংলায় নয় এই উক্তিটি একাধিক ভারতীয় ভাষাতেও সকলের সামনে তুলে ধরেন তিনি৷   pm modi s cleanliness gesture at houston1200 1569149544 1200x900

এ দিন ভারতের সম্পর্কে বক্তব্য দিয়েই দেশবাসীর সামনে গৌরবময় ভারতের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ভাষাবৈচিত্র আমাদের গর্ব। আর বিবিধতার মধ্যে ঐক্যই ভারতীয় গণতন্ত্রের সব থেকে বড় শক্তি। এই বিবিধতাই বিশ্বে ভারতকে গোটা বিশ্বে অনন্য করে তোলে। প্রত্যেক ভাষাতে কোটি কোটি মানুষ কথা বলেন। আর আমরা প্রতিটি ভাষাকে সম্মান করি।’

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ থেকে অতিথিরা এসেছিলেন অনুষ্ঠান মঞ্চে৷ এমনকী ট্রাম্প সরকারের ভূয়সী প্রশংসা করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে ওঠা মাত্রই প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়৷ সকলকেই দেশের জাতীয় পতাকা নিয়ে হাত তুলেই মোদীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়৷

 

 

সম্পর্কিত খবর