বাংলা হান্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কটা ঠিক কতটা মধুর তা আবার প্রমাণিত হল হাউস্টনে হাওডি মোদী অনুষ্ঠান মঞ্চে৷ রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টনে নমো শোয়ে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এ দিন মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়েই প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে আসন্ন নির্বাচনে তাঁকে জয়ী করার বার্তা দেন৷
ঠিক তার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা৷ অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ডোনাল্ড৷ তাঁর প্রধানমন্ত্রিত্বে রাজত্বকালে দেশে দারিদ্র দূরীকরণ বেকারত্ব হ্রাস এবং মধ্যবিত্তের আয় বাড়া সহ একাধিক প্রসঙ্গ তুলে ধরেই প্রধানমন্ত্রীকে বন্ধু সম্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি দেশের ত্রিশ কোটি মানুষকে দারিদ্র সেবার বাইরে বের করে আনতে সক্ষম হয়েছেন মোদী এমনটাও জানিয়েছেন ট্রাম্প৷
প্রধানমন্ত্রীও এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আমেরিকাকে সব থেকে কাছের বন্ধু বলে সম্বোধন করেছিল ঠিক একই পথে হেঁটে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের মহান বন্ধু ভারতের প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হতে পেরে তিনি খুব উচ্ছ্বসিত বলে জানান৷ একই সঙ্গে আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হন সে ক্ষেত্রে ভারত আবারও এক ভাল বন্ধুকে পাবেন বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প৷
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে বলতে গিয়েই তিনি যখন প্রথম বার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করেন তখনই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা শক্তিশালী তা বোঝা গিয়েছিল বলেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এমনকি ডোনাল্ড ট্রাম্পের জমানায় ভারতের সঙ্গে সেই সম্পর্ক আরও উচ্চতার শিখরে পৌঁছেছে বলেও জানান প্রধানমন্ত্রী৷ তাই আব কি বার ট্রাম্প সরকার এই স্লোগানের মধ্য দিয়ে অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যেই এ সকল মার্কিন যুক্তরাষ্ট্রবাসী উদ্দেশ্যে নির্বাচনে ট্রাম্পকে জয়ী করার বার্তা দেন তিনি৷