বাংলা হান্ট ডেস্ক : রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টনে ভারত ও আমেরিকার দুই রাষ্ট্রপ্রধান উপস্থিত হয়েছিলেন, অনাবাসী ভারতীয়দের আয়োজনে রবিবার অনুষ্ঠিত হল হাউডি মোদী৷ এদিন অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প একে অপরের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন৷ দুজনেই দুজনকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন পাশাপাশি ভারত ও মার্কিন সম্পর্ক কতটা মধুর তারও প্রমাণ দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান৷ এ দিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার মাঝখানে পাকিস্তানের নিন্দা করেন প্রধানমন্ত্রী৷
সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আতঙ্কবাদ ও যাঁরা আতঙ্কবাদ কে উস্কে দেয় তাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এমনকি এই লড়াইয়ে যে ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পাশে রয়েছে তার জন্য ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছেন মোদী৷ যদিও এর আগেই পাকিস্তানের সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের হয়েই সায় দিয়েছিল আমেরিকা৷ বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছিল আমেরিকাও৷
এমনকি সেই সময় থেকেই ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ রবিবার অনুষ্ঠান মঞ্চ থেকেই ভারত ও আমেরিকার নিরীহ মানুষকে বাঁচাতে এবং ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমেরিকা দায়বদ্ধ বলে জানান ডোনাল্ড ট্রাম্প৷ এমনকি দুই দেশকে আরও সমৃদ্ধ করে তুলতে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে কাজ করতে চান বলেও জানিয়েছেন ট্রাম্প৷
অন্যদিকে এদিনের মঞ্চে শুধুমাত্র সন্ত্রাসবাদী নয় এনআরসি এবং কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার নিয়েও বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী৷ সমস্ত দেশবাসীর মতো জম্মু কাশ্মীরের মানুষ এখন থেকে সুযোগ সুবিধা পাবেন এ কথা জানান মোদী৷ পাশাপাশি সমস্ত দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন নমো৷