বাংলা হান্ট ডেস্ক পাকিস্তানকে নিয়ে মোদির চিন্তা যখন সুকৌশলী এবং আক্রমণাত্মক সেই সময় আমেরিকা সফর এবং জাতিসংঘের বৈঠক এক গুরুত্বপূর্ণ।
“জনগণমন-অধিনায়ক জয় হে “এই সুর যখন কোন দেশে বেজে ওঠে তখন দেশের নাম যেন সূর্যের মতো বিকিরণ করে। মোদির কথার মধ্যে যে রসায়ন তা আবার ফুটে উঠলো কালকের মহাসভায়। তার কথায় “আমার পরিবারের ট্রাম্পকে স্বাগত, সবাইকে নিয়ে চলা এই গণতন্ত্র, ডিজিটাল ইন্ডিয়ার সুফল পাচ্ছে ভারত, দ্রুত গতিতে চলতে চাই; আর একবার ট্রাম্প সরকার; বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের বৈশিষ্ট্য,”।
মার্কিন সিনেটের ও মোদির প্রশংসা য় পঞ্চমুখ মোফি আরও বলেন”মোদি একা কিছুই নয়, ট্রাম্প আমার বন্ধু; ফের একবার ট্রাম সরকারকে চাই, দুই দেশের মধ্যে সম্পর্ক এক নতুন উচ্চতা পেল ;130 কোটি মানুষের প্রতিনিধি প্রেসিডেন্ট ট্রাম্প; নাইন ইলেভেন 26/11 মূল চক্রীকে? তাকে কোথায় পাওয়া গিয়েছিল? সন্ত্রাসবাদ ইস্যুতে আমেরিকা কঠোর মনোভাবাপন্ন, পাকিস্তানকে কড়া বার্তা মোদির। আতংবাদি দমন নিয়ে প্রথম সারিতেই রয়েছেন ট্রাম্প। এককথায় ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ মোদি।
কিন্তু এর পিছনের রসায়ন কি কোন অন্য কথা বলছে? হ্যাঁ আমেরিকার সাথে ইরাক ইরানের বর্তমান যে সম্পর্ক এবং সৌদি আরবে সেনা পাঠানো নিয়ে যে টানাপড়েন চলছে। ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার ভোটের নিরিখে ও কিছুটা হলেও এই জনসভা তাকে স্বস্তির নিঃশ্বাস দিবে, এবং বাড়তি অক্সিজেন দিবে তা সময় বলবে।