স্বামীর সঙ্গে বিচ্ছেদ হতেই মন ঠিক করতে ছুটে গেলেন অজয় দেবগণের কাছে ইলিয়ানা!

বাংলা হান্ট ডেস্ক: প্রাক্তন প্রেমিক তথা বন্ধু অ্যানড্রিউ নিবনসের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ হয়েছে ইলিয়ানা ডিক্রুজের। যদিও শোনা যাচ্ছিল ইলিয়ানা এর সঙ্গে তার সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে অনেকটাই বেশি। অস্ট্রেলিয়ান বন্ধু এখন আর শুধু বন্ধু নেই গোপনে তারা সাত পাকে বাঁধা পড়েছেন। সেদিক থেকে বলতে গেলে তাঁরা দুজন স্বামী-স্ত্রী। যদিও সেই খবরের সত্যতা কতটা সে বিষয়ে মুখ খোলেননি বলিউড অভিনেত্রী।

তবে বিচ্ছেদের পরেই ইলিয়ানা ছুটে গেল অজয় দেবগণের কাছে। ‘রেইড’ ছবির মধ্য দিয়ে তিনি আর ইলিয়ানা বন্ধু হয়েছিলেন তাই এই চরম বিপদের সময় নিজেকে কিভাবে সামলাবেন এবং কিভাবে ভবিষ্যতের জীবনকে আরো সুন্দর করে তুলবেন সেই বিষয়ে পরামর্শ নিতেই ইলিয়ানার একমাত্র ভরসা এখন অজয়।

তবে তার এই বিচ্ছেদের পরও তাকে নিয়ে জল্পনার শেষ নেই। সম্প্রতি শোনা যাচ্ছে, অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে বিচ্ছেদের পর ইলিয়ানা নাকি এবার অজয় দেবগণের কাছে ছুটে গেলেন ইলিয়ানা। সূত্রের খবর, বিচ্ছেদের পর নিজেকে কীভাবে সামলে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করতেই ‘রেইড’-এর সহঅভিনেতার দ্বারস্থ হয়েছেন ইলিয়ানা। অজয়কে বিশ্বাস করেন বলেই কঠিন সময়ে ইলিয়ানা তাঁর কাছে গিয়েছেন বলে খবর। শুধু তাই নয়, বিচ্ছেদের পর কীভাবে নিজেকে সামলানো যায়, সে বিষয়ে ইলিয়ানাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও অজয় দেবগণ দিয়েছেন বলে খবর।

https://www.instagram.com/p/B2qN1EWAYBu/?igshid=1ely9xymah8su

শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর নাকি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে বিচ্ছেদের পর তিনি নিজেকে সামলে নিয়েছেন বলে সোশ্যাল সাইটে ইঙ্গিত দেন ইলিয়ানা। তবে অভিনেত্রী যা-ই বলুন না কেন, বিচ্ছেদের পর তাঁকে নিয়ে জল্পনা কিন্তু থামছে না।

সম্পর্কিত খবর