অরুনাচলের প্রথম মহিলা কর্নেল হয়ে ইতিহাস সৃষ্টি করলেন পোনাং ডমিং

বাংলা হান্ট ডেস্কঃ অরুনাচল প্রদেশের প্রথম মহিলা লেফটেনেন্ট কর্নেল হলেন (পোনাং ডমিং) Ponung Doming। ওনার এই ঐতিহাসিক উপলব্ধির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ট্যুইট করে ওনাকে শুভেচ্ছা বার্তা জানান। Ponung Doming ছবি ট্যুইটারে শেয়ার করে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি। ভারতীয় সেনার লেফটেনেন্ট কর্নেল পদে নিযুক্ত হওয়া অরুনাচল প্রদেশের প্রথম মহিলা অফিসার হলেন Ponung Doming। মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ট্যুইট করে লেখেন, ‘এটা আমদের জন্য গর্বের সময়। মেজর Ponung Doming ইতিহাস তৈরি করেছেন। তিনি অরুনাচল প্রদেশ থেকে ভারতীয় সেনায় লেফটেনেন্ট কর্নেল পদ পাওয়া প্রথম মহিলা অফিসার হলেন।

ভারতীয় সেনায় মহিলাদের শুধুমাত্র আধিকারিক পদে নিযুক্ত করানো হয়। সরকারের তরফ থেকে গত বছর সংসদে দেওয়া একটি তথ্য অনুযায়ী, ভারতীয় সেনায় মাত্র ৩.৮০ শতাংশ মহিলা আধিকারিক আছেন। কেন্দ্র সরকার লোকসভা একটি লিখিত উত্তরে জানায়, ভারতীয় নৌসেনায় ছয় শতাংশ মহিলা আধিকারিক আছেন। আর ভারতীয় বায়ুসেনায় মহিলা আধিকারিকদের সংখ্যা ১৩.০৯ শতাংশ।

গত মাসে উইং কম্যান্ডার শৈলেজা ঘামি ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং ইউনিটে ফ্লাইট কম্যান্ডারে নিযুক্ত হওয়া প্রথম মহিলা অফিসার হয়েছেন। তিনি ২৬ আগস্ট গাজিয়াবাদের হিডন এয়ারবেসে চেতক হেলিকপ্টার ইউনিটের দ্বায়িত্ব পেয়েছেন। অরুনাচল প্রদেশের Ponung Doming পূর্ব সিয়াং জেলার পাসিঘাট এর জিটিসি এর বাসিন্দা। সে নিজের চার ভাই বোনের মধ্যে সবথেকে বড়। সরকারি স্কুলে শিক্ষা পাওয়া Ponung Doming ছোট বেলা থেকেই সেনার অফিসার হতে চাইতেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর