এবার পুজোয় জয়া হাসান নিজের সাজের ব্যাপারে বললেন

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান এখন টিলিউডের প্রথম সারিতেই পরে। তিনি এখন কলকাতার দুটি সিনেমা নিয়ে এখন ব্যস্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রবিবার’ ও কোয়েল মল্লিক প্রযোজিত ‘ভূতপরী’।

ওই সময়ে বাঙালিদের বড় উৎসব দুর্গা পুজোর আনন্দ ছেড়ে অন্য কোথাও যেতে চান না এই অভিনেত্রী।

এই সম্পর্কে একটি দৈনিক সংবাদপত্রকে জানান, “অনেকগুলো ঢাকাই শাড়ি নিয়েছেন। সবগুলো উপহার হিসেবে পেয়েছেন। একেকদিন সেখান থেকে একেকটা পড়বো। আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গাপূজা মানে কলকাতা। আগেও আমি পূজাতে কলকাতায় থেকেছি। কিন্তু সেবার ঠাকুরও দেখেছি আবার শুটিংও করেছি। এ বছর আমি একেবারে ফ্রি। তাই দুর্গাপূজা নিয়ে ভীষণ এক্সাইটেড। অনেকগুলো ঢাকাই শাড়ি নিয়ে চলে এসেছি। মসলিন, তাঁত, সিল্ক। সব উপহারে পেয়েছি। সব কটাই পরব। একটাও মিস করব না। প্রতিদিন নতুন শাড়ি”।

Screenshot 2019 09 24 14 55 11 922 com.miui .gallery

তিনি আরও বলেন, “পূজা পরিক্রমাও রয়েছে, তাই চুটিয়ে প্যান্ডেল হপিং করব। দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। আর আমার প্রাণ এপার-ওপার দুই বাংলা জুড়ে রয়েছে”।

কয়েক বছর আগে কলকাতার সেরা পূজা মণ্ডপ নির্বাচনের দায়িত্বও পেয়েছিলেন জয়া।
আপাতত তিনি বেস্ত টলিউডের কয়েকটি ছবি নিয়ে।

ad

সম্পর্কিত খবর