বাংলা হান্ট ডেস্ক : অসমের নাগরিক পঞ্জি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে এনআরসি নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা দেশের রাজনীতি৷ তবে অসমের এনআরসি চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্ক মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছে৷ ইতিমধ্যেই এনআরসি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় গুজব ছড়িয়েছে, আর এনআরসি আতঙ্কে রাজ্যে এখনও অবধি আট জন মারা গিয়েছেন৷ এরই মধ্যে ডুয়ার্সে গিয়ে সাধারণ মানুষকে এনআরসি নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷
এনারসি প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে আসা মুসলিমদের শুধুমাত্র রাজ্য থেকে তাড়ানো হবে এমনটাই বলেন সায়ন্তন বসু৷ পাশাপাশি যদি প্রতিবেশি দেশ অর্থাত্ বাংলাদেশ থেকে কোনো হিন্দু আসেন সেক্ষেত্রে তাদের অনুপ্রবেশকারী নয় বরং শরণার্থী হিসেবে দেখবে রাজ্য সরকার৷ তাই বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান ভারতে এসেছেন তাদেরকে কখনই এ দেশে থাকতে পারবেন না বলে এক প্রকার হুঁশিয়ারি দেন তিনি৷
অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসির বিরোধিতা করে মিছিল প্রসঙ্গ তুলে ধরে এ দিন ডুয়ার্সে সায়ন্তন বসু আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুসলমানদের জন্য মরা কান্না কাঁদলেও কোনও ভাবেই বিজেপি বাংলাদেশের মুসলমানদের এ দেশে থাকতে দেবেন না বলে জানান৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে সায়ন্তন বসু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকে তা হলে এনআরসি আটকান৷
উল্লেখ্য কয়েক দিন আগে রাজ্যে ক্ষমতায় আসলে বিজেপি সরকার এনআরসি চালু করবেই এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, যদিও এনআরসির বিরোধিতা করেছে সিপিএম কংগ্রেস ও তৃণমূল, কিন্তু কোনও ভাবেই রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না এমনটা হুঁশিয়ারি দিয়ে রাজ্যের একটি মানুষের গায়েও হাত দিতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷