পিএফ অ্যাকাউন্টে আধার ও নমিনি যুক্ত করা বাধ্যতামূলক করল ইপিএফও

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে একজন নাগরিকের সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অনেক৷ তাই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্যান কার্ড বা রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে সেই মতো এ বার প্রভিডেন্ট ফান্ড এর অ্যাকাউন্টে পরিবারের সকল সদস্যের আধার নম্বর যুক্ত করতে হবে এমনটাই নির্দেশিকা জারি করলেও প্রভিডেন্ট ফান্ড সংস্থা ইপিএফও৷ তবে শুধুমাত্র আধার কার্ড সংযুক্তিকরণ করাই নয় এবার থেকে প্রভিডেন্ট ফান্ডে নমনীয় জুড়তে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে৷ তাই ইপিএফও র তরফ থেকে ই নমিনেশন পরিষেবা চালু করা হয়েছে৷

তাই এখন ঘরে বসেই পরিবারের সকল সদস্যদের আধার নম্বর যুক্ত করা এবং নবীন জুড়তে পারবেন যে কেউ৷ তবে শুধুমাত্র নমিনির নাম জোড়াই নয় সেই সঙ্গে নমিনির স্ক্যান করা ছবি জন্ম তারিখ এবং মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যুক্ত করতে হবে বলে জানা গিয়েছে৷অন্যদিকে ইপিএফও র তরফ থেকে আরও জানানো হয়েছে চাকরি থেকে অবসরের পর প্রতিটি কর্মচারীর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার এর সঙ্গে আধার নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক৷ppf How To Check Provident Fund Account Balance Online 1280x720

তা না হলে পরবর্তী ক্ষেত্রে একাধিক সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা৷ এমনকি ওই পেনশন গ্রাহকের মৃত্যুর পর অ্যাকাউন্টে যাঁদের নমিনি করা আছে তাদের টাকা তুলতে নাজেহাল অবস্থা হয়ে যায় সে ক্ষেত্রে যদি আধার নম্বর যুক্ত থাকে তা হলে একদিকে যেমন টাকা তুলতে কোনও অসুবিধা হবে না অন্যদিকে বাড়ি বসে অনলাইনেই টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন পরিবারের সদস্যরা৷

তবে আধার নম্বর এবং নমিনি যুক্ত করতে গেলে ইপিএফও র ওই অনলাইন ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও বিবরণ যুক্ত করতে হবে৷ আধার নম্বরও যুক্ত করতে হবে এবং শেষে একটি পিডিএফ ফাইলে পুরো বিবরণ ছেড়ে আসবে তার ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে৷

সম্পর্কিত খবর