বাংলাহান্ট ডেস্ক: গতকাল রাত থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় আরো বেশি শক্তি সঞ্চয় করে এগোতে থাকবে ঘূর্ণিঝড় হিক্কা। আরো বেশি শক্তি সঞ্চয় করে হিক্কা আছড়ে পড়বে গুজরাট উপকূলে।
ঘূর্ণিঝড় হিক্কার প্রভাবে ইতিমধ্যেই ভারতের উত্তর পাঞ্জাব থেকে মধ্য রাজস্থান হয়ে গুজরাট পর্যন্ত ঝড়ো হাওয়া বইছে। আবহাওয়া দফতরের ধারণা ঘূর্ণিঝড় হিক্কার প্রভাবে গুজরাট উপকূলের প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।অন্য দিকে আবহাওয়া দপ্তর মনে করছেন, ঘূর্ণিঝড় হিক্কার প্রভাবে ওমানে বড়োসড়ো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চার দিন গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া, কঙ্কন উপকূল, কেরালা পাঞ্জাব হরিয়ানায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। অন্যদিকে সমুদ্র ঢেউ উত্তর হবে বলেও ধারণা। তাই আগামী চার দিন মৎস্যজীবীদের সমুদ্রের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।