চন্দ্রযান ২ মিশনে নতুন বিজ্ঞানী নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল ইসরোর, বললেন তসলিমা নাসরিন

বাংলা হান্ট ডেস্ক: চাঁদে পা রাখার কথা ছিল ভারতের চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম এর। কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে বিক্রম এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। আজও বিক্রম চাঁদের মাটিতে পা রেখেছে কিনা, কি অবস্থায় রয়েছে তার খোঁজ মিলছে লেগে যায় প্রায় ১৪ দিন। ইসরোর চেয়ারম্যান কে শিভান বলছেন এই মিশনটি একেবারেই ব্যর্থ নয়। সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, ল্যান্ডের বিক্রম অক্ষত অবস্থায় চাঁদকে প্রদক্ষিণ করছে।

FB IMG 1567757542247 8

ইসরোর এই পদক্ষেপ নিয়ে বহু বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোকেরা নিজেদের মতামত প্রকাশ করেছেন। বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। নিজের সোশ্যাল মিডিয়া সাইট থেকে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন।

“ইসরোর চেয়ারম্যান কে শিভান বলছেন চন্দ্রযান-দুই শতকরা ৯৮ ভাগ সফল। চন্দ্রযান-দুই য়ের আসল কাজই তো ছিল চাঁদে বিক্রমকে নামানো। বিক্রম তো হারিয়ে গেছে, হ্যাঁ হারিয়েই গেছে। এত তীব্র গতিতে চাঁদের মাটিতে বিক্রম নেমেছিল যে ওই গতি বিক্রমকে ভেঙ্গেচুরে দিয়েছে। তারপরও কী হিসেবে মিশনকে ৯৮% সফল বলছেন মাননীয় চেয়ারম্যান জানিনা। ইসরোর উপদেষ্টা তপন মিশ্র বলেছেন, চন্দ্রযান-এক এ যে বিজ্ঞানীরা ছিলেন, চন্দ্রযান-দুই এ তাঁদের নেওয়া হয়নি, নতুন বিজ্ঞানী নেওয়া হয়েছে, ভুলটা এখানেই। অরবিটারের ব্যাপারটা ঠিক আছে, চাঁদের চারদিকে ঘুরবে, ফটো নেবে। কিন্তু বিক্রম তো হিরো ছিল। হিরোর আবির্ভাবের আগেই যদি হিরোর মৃত্যু ঘটে, তাহলে চলচ্চিত্রের হাল কী দাঁড়াবে? নেক্সট প্রজেক্ট-এ আশা করছি ভুল টুল শুধরে নেওয়া হবে।”

সম্পর্কিত খবর