বাংলা হান্ট ডেস্ক: ভারতের ইতিহাস বহু বিদ্রোহের সাক্ষী হয়ে আছে। কখনো ভারতছাড়ো কখনো সন্ন্যাসী বিদ্রোহ কখনো নৌবিদ্রোহ কিন্তু বর্তমান ভারতে এনআরসি একটি এমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যেখানে বর্তমান সরকার তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। যে খুব সাবধানতার সাথে এই বিষয়টিকে দেখা হবে।বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের মধ্যে থেকে উঠে এসেছে এ বিষয়ক নানা কথা। কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান ও দেশের অন্যতম প্রধান এই বিষয়ে কি বলেছেন তার মূল বক্তব্য কী?
মেদিনীপুরের চাঁদড়া হাই স্কুলে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ দিলীপ ঘোষ। এক দলীয় সভায় যোগ দেন তিনি।দিলীপ ঘোষের আশ্বাস, “বাংলায় এনআরসি লাগু করা হলে একজন হিন্দুকেও দেশ থেকে কোথাও যেতে হবে না। তবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী মুসলমানদের ভারতে থাকতে দেওয়া হবেনা।”
অমিত শাহ বলেছিলেন, “এনআরসির জন্য বাংলা অথবা দেশের অন্যত্ৰ থাকা শরণার্থীদের কোনও সমস্যায় পড়তে হবে না। কারণ নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে এই সব শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এনআরসির জন্য শরণার্থীদের দুশ্চিন্তা করার কোনও কারণ নেই।”
কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে একটি বিল আনার যার দ্বারা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় সহিংসতার শিকার হয়ে আসা অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, তাঁদের কাছে বৈধ নথি না থাকলেও। এই বিল আইনে পরিণত হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায়ের যারা ভারতে আশ্রয় নিয়েছেন তাঁদের ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।”