বাংলাহান্ট ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানাচ্ছে সংখ্যালঘুদের হত্যা করে বিক্রি করে দেওয়া হচ্ছে তাদের অঙ্গ। চীনের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে কিনা তা সমীক্ষা করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সম্পূর্ণ সমীক্ষা করার পর ট্রাইব্যুনালের সদস্য জাতিসংঘে জানিয়েছেন, বহু বছর ধরে চীনের সংখ্যালঘুদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হচ্ছে। তিনি এই ঘটনাকে এই শতাব্দীর সবথেকে ভয়াবহ ঘটনা বলে ব্যাখ্যা করেন।
তিনি বলেন, সংখ্যালঘুদের জীবিত অথবা মৃত ব্যক্তিদের কিডনি লিভার হার্ট ফুসফুস এবং কর্নিয়া এমনকি ত্বকের চামড়া বিক্রি করে দেওয়া হচ্ছে। জাতিসংঘে সাবি বলেন, ” জীবন বাঁচাতে অঙ্গ প্রতিস্থাপন একটি সামাজিক ও বৈজ্ঞানিক বিজয়, কিন্তু দাতাকে হত্যা করা অপরাধ।”
তবে বেইজিং-এ পুরো ঘটনাকে অস্বীকার করছে। বেইজিং বলে ২০১৫ সাল থেকে মৃতদের ও অঙ্গ প্রতিস্থাপন করা হয় না। ট্রাইব্যুনালের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রমাণ মিলেছে সমীক্ষায়। বিগত কুড়ি বছর ধরে চীনের সরকার সংখ্যালঘুদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে।
জাতিসংঘে তিনি এদিন বলেন, চীনের নিরীহ এবং সংখ্যালঘুদের ধরে ধরে তাদের ভয় দেখিয়ে তাদের অঙ্গ বিক্রি করে দেওয়া হচ্ছে। চীনা দূতাবাসের এক মুখপাত্র লন্ডনে বলেন, ‘ সরকারি বিধিতে বলা হয়েছে মানব অঙ্গ স্বেচ্ছায় এবং বিনা অর্থে দান করা হবে।’