বাংলা হান্ট ডেস্ক: শহর কলকাতার অনেকগুলি হলে ঠাঁই পাচ্ছে না একের পর এক বাংলা ছবি। বিভিন্ন নামী দামী, তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের ছবির প্রদর্শনী হচ্ছে না শহরে। আর এবার পুজোর মরশুমে একাধিক টলিউডের ছবি মুক্তি পেতে চলেছে। তার আগে বাংলা ছবি নিয়ে দাবি জানালেন দেব।
ঘাটালের তৃণমূল সাংসদ এদিন নিজের টুইটার হ্যান্ডেলে হল মালিকদের উদ্দেশে বার্তা দেন, “অন্তত সমান সমান সুযোগ দিন। রাজ্যের সিনেমা হল মালিকদের বলি হিন্দি ছবির থেকে বেশি নয় অন্তত সমান সুযোগ আমাদের দিন। লড়াই টা অন্তত সমানে সমানে হোক। বাংলা সিনেমার পাশে দাঁড়ান”।
আরও একটি টুইটে দেব লেখেন, “আমি গর্বিত বাংলার সাহিত্য, কবিতা, গান, বাংলার জীবন যাপন নিয়ে। আর যা কিছু বাংলার, যা কিছু বাঙালির তাই নিয়েই বাংলা সিনেমা। বাংলা কে বাঁচাতে হলে, বাঙালিকে বাঁচাতে হলে, বাংলা সিনেমাকে বাঁচাতেই হবে। আসুন আমরা সবাই বাংলা সিনেমার পাশে দাঁড়াই। এই মুহূর্তে এটাই সবথেকে জরুরি কাজ”।
আমি গর্বিত বাংলার সাহিত্য, কবিতা, গান, বাংলার জীবন যাপন নিয়ে। আর যা কিছু বাংলার, যা কিছু বাঙালির তাই নিয়েই বাংলা সিনেমা। বাংলা কে বাঁচাতে হলে, বাঙালিকে বাঁচাতে হলে, বাংলা সিনেমাকে বাঁচাতেই হবে। আসুন আমরা সবাই বাংলা সিনেমার পাশে দাঁড়াই। এই মুহূর্তে এটাই সবথেকে জরুরি কাজ। pic.twitter.com/eafRWlKd6p
— Dev (@idevadhikari) September 25, 2019
প্রসঙ্গত, পুজোর মরশুমে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। গত কয়েক ছবিতে দেব সেভাবে বক্স অফিস সাফল্য না পেলেও, পরমব্রত, দেব রুক্মিনী অভিনীত এই ছবি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।