দলবদল নিয়ে অপেক্ষায় আছেন মুখ্যমন্ত্রী : মুকুল রায়, বিজেপি নেতা

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি মুখ্যমন্ত্রীকে বার বার কটাক্ষ করতে দেখা যাচ্ছে বিজেপি নেতা মুকুল রায়কে। কোনো মামলা হলেই তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। আবার কোনো ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন মুকুল রায়। দল গড়েছি যেমন তেমন ভাঙব, বিজেপিতে যোগ দেওয়ার সময়ই স্পষ্ট্য বার্তায় জানিয়েছিলেন মুকুল রায়।তবে ইদিনাং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রায়ই কাদা ছুঁড়তে দেখা যাচ্ছে। তৃণমূল নেত্রী নাকি দলবল নিয়ে এসে বিজেপির সঙ্গে মিলিয়ে দিতে বলবেন, আর সেই দিনের অপেক্ষায় রয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। সম্প্রতি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে বলতে গিয়ে এমন মন্তব্য করে বসলেন মুকুল।

আসলে বেশ কিছুদিন আগে বিজেপি সাংসদ অর্জুন সিং এবং মুকুল রায় তৃণমূলের ফিরে আসবে বলে মন্তব্য করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাই জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করতে গিয়ে খাদ্যমন্ত্রীর বক্তব্যকে পাগলের প্রলাপের সঙ্গে তুলনা করলেন মুকুল। পাশাপাশি নদীয়ার দক্ষিণে বিজেপিকে নেতাকে সড়ানো নিয়ে যে দাবি উঠেছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুকুল বর্তমানে রাজ্যে বিজেপির অবস্থা ভালো বলে জানান পাশাপাশি, বিজেপিতে ভিড় বেশি বলেও মন্তব্য করেন তিনি।mukul roy 1200 1

তবে শুধুমাত্র খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই নন বা মুখ্যমন্ত্রীকেও কড়া ভাষায় কটাক্ষ করেন মুকুল। একইসঙ্গে রাজীব কুমারের প্রসঙ্গ টেনে চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত রাজীবের গা ঢাকা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলেও জানান তিনি। এমকি  রাজীব মামলায় রাজ্য সরকার চূড়ান্ত অসহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন মুকুল। পাশাপাশি, বাংলার গণতন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছেন মুকুল।

সম্পর্কিত খবর