জামিন পেলেই অন্তরালে চলে যেতে পারেন চিদম্বরম, আদালতে সন্দেহ প্রকাশ সিবিআইয়ের

বাংলা হান্ট ডেস্ক : আইএনএক্স মিডিয়া প্রতারণা মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে হয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে৷ 14 দিন সিবিআই হেফাজতে থাকার পর শুক্রবার দিল্লি আদালতে চিদম্বরম মামলার শুনানি ছিল৷ এ দিনের শুনানিতে চিদম্বরম জামিন পেলে আবারও ফেরার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আদালতে জানাল সিবিআই য়ের আইনজীবী৷ পাশাপাশি সলিসিটর জেনারেল জানান একজন আইন প্রণেতা হিসেবে পি চিদম্বরম কখনই আইন ভাঙতে পারেন না কিন্তু তিনি যে ফেরার হবেন না সে বিষয়েও কোনও নিশ্চয়তা নেই৷chidambaram reuters 1

চিদম্বরমের গ্রেফতারির চব্বিশ ঘণ্টা আগের প্রসঙ্গ তুলে ধরে তিনি তাঁর এই ধরনের আচরণের পুনরাবৃত্তির আশঙ্কা প্রকাশ করেছেন৷ পাশাপাশি পি চিদম্বরমের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী৷ তাঁর জামিনে বিপজ্জনক হতে পারে এমনটাই বলেছেন তিনি৷ তবে এরই মধ্যে আইনক্স মিডিয়া এবং অন্যান্য সংস্থাগুলির ই মেইল তথ্য আদালতে জমা দিয়েছে সিবিআই৷ কিন্তু বার বার চিদম্বরমের আইনজীবী আইএনএক্স মিডিয়ার এক্সিকিউটিভ ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে চিদম্বরমের কোনও সম্পর্ক রয়েছে এমনটা অস্বীকার করেছেন৷

উল্লেখ্য গ্রেফতারির আগে পি চিদম্বরমের ওপর থেকে যখন গ্রেফতারি স্থগিতাদেশ তুলে দেয় আদালত ঠিক তখনই বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় আপ্ত সহায়ককে নামিয়ে দিয়ে ফেরার হয়ে গিয়েছিলেন পি চিদম্বরম৷ তাঁকে খোঁজ করতে চিরুনি তল্লাশি শুরু করেছিলেন সিবিআই আধিকারিকরা৷ তাই এ বার তাঁর জামিনের মাধ্যমে আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা৷

সম্পর্কিত খবর