বাংলা হান্ট ডেস্ক: স্বার্থে CBI যাঁদের ডাকার দরকার মনে করবে তাদের ডাকবে। আমাকে ডেকেছে৷ আমি যাব৷ আজ যেতে পারিনি, কিন্তু যাব। নারদকাণ্ডে CBI-র তলব নিয়ে বললেন BJP নেতা মুকুল রায়। একইসঙ্গে তিনি বলেন, “আমি CBI-কে কোনও মেইল বা চিঠি পাঠিয়ে সময় চাইনি। CBI ডেকেছে৷ আমি অবশ্যই যাব। ”
চলতি মাসের শুরুতে বড় বাজার দুর্নীতি মামলায় কলকাতা পুলিসের জেরার মুখে পড়েন বিজেপি বিধায়ক। শুক্রবার সকালে কলকাতা পুলিসের একটি দল মুকুল রায় কে জেরা করতে তাঁর দিল্লির বাড়িতে পৌঁছয়। কিন্তু, দিল্লি হাইকোর্টের ‘রক্ষাকবচ’ থাকায় আগামী সুরক্ষিত হয়ে যান মুকুল রায়, তবে মুকুলকে নির্দেশ দেওয়া হয় তদন্তে যেন যেন তিনি সব রকম সহায়তা করেন।
প্রসঙ্গত, বড়বাজারের একটি দুর্নীতি মামলায় মুকুল রায় কে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ পাঠানো হয়। ৩০ জুলাই তারিখে নির্ধারিত করা হয় তাঁর হাজিরা দেওয়ার দিন। কলকাতা পুলিস দিল্লিতে গিয়েই তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চালাবে বলে নোটিসে জানায়। এরপরই পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়।
এরপর দিল্লি হাইকোর্ট জানায়, সত্যর গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে। এর ফলে কলকাতা পুলিশের নোটিশ পাওয়ার পরও রক্ষাকবচ পেয়ে যান মুকুল রায়। যদিও তিনি জানিয়েছিলেন, ‘বড়বাজারের ওই মামলাটির রায় দান হয়ে গিয়েছে। তারপরও কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে?’
উল্লেখ্য, নারদা কান্ডে তলব করা হয়েছে বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের, সকলেই সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন, অনেক নতুন তথ্য সামনে এসেছে সম্প্রতি। এবার এই ঘটনার জল আগামীদিনে কোনদিকে গড়ায়