সৌদি আরবে কাজ হারিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন বাঙালি শ্রমিকরা

বাংলা হান্ট ডেস্ক : প্রাকৃতিক সম্পদে ভরপুর সৌদি আরব৷ ভারতসহ অন্যান্য দেশ থেকে কর্মচারীরা কর্মের সন্ধানে সৌদি আরবে গিয়ে ওঠেন৷ এ বার সেই সৌদি আরবে গিয়ে কাজ হারিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন বাঙালি শ্রমিকরা৷ জানা গিয়েছে ওই শ্রমিকদের বেশির ভাগের বাড়ি নদিয়ার তেহট্ট গ্রামে৷ আড়াই বছর আগে সৌদি আরবে গিয়ে একটি সংস্থার হয়েই কাজ করছিল যুবকরা৷ প্রথমটা বেশ ভাল চললেও শেষ মাস হঠাত্ কোম্পানি বন্ধ হয়ে গিয়ে তাঁদের বেতন দেওয়া বন্ধ করে দেওয়া হয়৷ তাই বর্তমানে ওই পঁয়তাল্লিশ জন শ্রমিক কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন৷

বছর আড়াই আগে তেহট্টের বেতাই দক্ষিণ জি পুরের এক এজেন্ট মারফত নদিয়ার তেহট্টের 30 জন এবং উত্তর চব্বিশ পরগনার 12 জন যুবক সৌদি আরবে কাজ করতে যান৷ তাঁদের সৌদি আরবে প্রবেশের অনুমতিপত্র না থাকলেও অনুপ্রবেশকারী হিসেবে সেখানে কাজ করার সুযোগ দেয় সে দেশের সরকার৷ কিন্তু দুই বছর ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারেননি তাঁরা যার জেরে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছে তাঁদের৷ এক দিকে বেতন নেই অন্যদিকে ফাইন, যদিও বকেয়া বেতন পান সে ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা কারুরই হবে না তাই বাড়ি ফেরার আগে তাঁদের সাড়ে তিন লক্ষ টাকা দেনা শোধ করতে হবে৷

কিন্তু অত টাকা পাবেন কোথায় তাই বর্তমানে কোম্পানির মূল ক্যাম্প রিয়াদ থেকে অনেক দূরে একটি জায়গায় রয়েছেন তাঁরা৷ জানা গিয়েছে ভারতীয় দূতাবাসের তরফ থেকে এখনও কোনও খোঁজ খবর নেওয়া হয়নি৷ তবে দেশে ফিরতে গেলে অনুপ্রবেশকারী হিসেবে সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটতে হবে৷ ওই যুবকদের পরিণতি এমনই যে বাড়িতে যোগাযোগ করতে পারছেন না তাঁরা৷

সম্পর্কিত খবর