বাংলা হান্ট ডেস্ক : কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল তথা আইপিএস রাজীব কুমার তিন সপ্তাহ কেটে গেলেও এখনও অবধি অধরা৷ রাজ্য পুলিশ থেকে শুরু করে সিবিআইয়ের দুঁদে অফিসাররা চিরুনি তল্লাশি করেও এ রাজ্য এবং ভিন রাজ্যে রাজীব কুমারের খোঁজ পাননি৷ কোথায় গেলেন তিনি? উত্তর খুঁজতে কার্যত হিমশিম খাওয়ার অবস্থা সিবিআই আধিকারিকদের৷ যদিও তাঁদের ধারণা তিনি রাজ্যেই আছেন কিন্তু এমন জায়গায় আছেন যা মোটেও কিনারা করতে পারছেন না আধিকারিকরা৷ তবে এরই মধ্যে রাজীব কুমার কোথায় রয়েছেন সে বিষয়ে পাকা খবর দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷
রাজীব কুমার ইস্যু নিয়ে কম তোলপাড় হয়নি রাজ্য রাজনীতিতে, বিরোধীদের অভিযোগ পুরো বিষয়টি রাজ্য সরকারের ষড়যন্ত্র এমনকি রাজীব কুমার কোথায় আছেন তা রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা বেশ ভাল করেই জানেন৷ তবে শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারি থানার বিহার গ্রামে একটি দুর্গা মন্দিরের উদ্বোধন করতে গিয়ে রাজীব কুমার কোথায় আছেন? তা জানালেন সাংসদ অর্জুন সিংহ৷ ডায়মন্ড হারবারের সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁর বাড়িতেই রাজীব কুমার বহাল তবিয়তে রয়েছেন বলে দাবি করেছেন অর্জুন সিংহ৷
তবে প্রমাণ হিসেবে জানিয়েছেন ভাইপোর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে রাজীব কুমার আছেন বলেই পুলিশ রাখা হয়েছে৷ এর পাশাপাশি পৃথিবী গোল তাই তিনি যাবেন কোথায়? এমনটাও বলেন অর্জুন৷ অন্যদিকে রাজীব কুমার সিবিআইয়ের মুখোমুখি না হওয়ার পিছনে তাঁর হাতে সারদার গুরুত্বপূর্ণ তথ্য আছে বলে দাবি করেছেন অর্জুন সিংহ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে আড়াল করার পিছনেও কারণ রয়েছে বলে মত প্রকাশ করেছেন অর্জুন৷