শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার দুই সোনা পাচারকারী, উদ্ধার ৩৮ লাখ টাকার সোনা

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার শিয়ালদা স্টেশন থেকে দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে পার্কিং জ়োন থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের৷ প্রায় ৩৮ লাখ টাকার সোনা উদ্ধার করা হয়েছে এই দুই পাচারকারীর কাছ থেকে। নদিয়া থেকে নিয়ে আসা হচ্ছিল এই সোনা৷ যার খবর পায় কলকাতা পুলিশ, এরপর একটি স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গ্রেপ্তার করে৷ এই ঘটনায় গোয়েন্দা শিবির সন্দেহে জানিয়েছে যে এর সাথে আন্তর্জাতিক চক্রের একটি যোগ রয়েছে৷

wb kol 05 goldsmugglersarrested 7201045 28092019183241 2809f 1569675761 389

গোপন সূত্রে কলকাতা পুলিশ খবর পায় যে বেশ কিছুদিন ধরে শহরে সোনা পাচার ব্যবস্থা চলছে। এরপর থেকেই নিজেদের গোপন সূত্র কাজে লাগিয়ে চলতে থাকে অনুসন্ধান। দিনের-পর-দিন কড়া নজরদারির পর শেষমেষ আজ বিকেলে এল সাফল্য। সোনা পাচারকারীদের একাউন্ট সহজে শিয়ালদা স্টেশনে আসছে খবর আগেই পেয়েছিল পুলিশ৷ তাই আজ দুপুর থেকেই স্টেশন চত্বরে ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে STF-র আধিকারিকরা৷ এরপরে বিকেল নাগাদ দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করেন তারা। তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে উদ্ধার হয় 932 গ্রাম সোনার বাট। যার আনুমানিক বাজার মূল্য ৩৮ লাখ টাকারও বেশি৷

STF সূত্রের জানা গেছে, ওই দুই ধৃত ব্যক্তির নাম হাসিফুল মণ্ডল এবং শাহাদাত মণ্ডল। দু’জনেই নদিয়া জেলার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা। STF ধৃতদের বিরুদ্ধে এন্টালি থানায় ভারতীয় দণ্ডবিধির 120-বি, 413, 414 ধারায় মামলা রুজু করেছে। আগামীকাল এদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চাইবে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে, এই দুই ব্যক্তিকে কড়া জেরা করার মাধ্যমে এই সোনা পাচার চক্রের হদিশ মিলতে পারে, বর্তমানে এটাই তাদের লক্ষ্য।

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর