বাংলা হান্ট ডেস্ক : বাঙালির ঢাকে কাঠি পড়েছে মহালয়া তো হয়ে গিয়েছে এ বার শুরু দেবী বোধনের৷ মহালয়ার পর থেকে পুজো শুরু হয়ে যায়৷ ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গার আনয়ন ঘটেছে৷ মা দুর্গা বছরে একবার বাপের বাড়ি আসেন তাই বাঙালির ঘরে ঘরে ঘর পরিষ্কারের পালা চলে৷ শাস্ত্রমতে দুর্গা পুজোর সময় শুধু বাড়ি ঘর নয় বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়৷ আর এই দুর্গাপুজোর আনন্দে বাড়ি ঘর পরিষ্কার করার সময় এমন কিছু জিনিস আছে যা বাড়ি থেকে দূর করে দেওয়া উচিত এমনটাই বলেন বাস্তু শাস্ত্রবিদরা৷ তাঁদের মতে পুজোর সময় যদি এই জিনিসগুলি বাড়িতে থাকে সে ক্ষেত্রে দুর্ভাগ্য নিয়ে আসে৷ শুধু তাই নয় এই জিনিস বলে বাড়ি থেকে পজিটিভ শক্তি দূর করে নেগেটিভ শক্তি তৈরি করে তাই পুজোর কটাদিন আনন্দে থাকতে এই সাতটি জিনিস বাড়ি থেকে দূর করে দিন-
মাকড়সার জাল- জিনিসটি অত্যন্ত অশুভ, পরিত্যক্ত জায়গায় যেমন মাকড়সার জাল তৈরি হয় তেমনি অনেক সময় গৃহে আনাচে কানাচে দেখা যায় তাই পুজোর আগে এটি সরিয়ে ফেলুন৷
ছেঁড়া জামা কাপড়- পুজো মানেই নতুন নতুন জামা আর নতুন সব কিছুই তাই পুজোর আগে ছেঁড়া জামা কাপড় সরিয়ে ফেলার চেষ্টা করুন তা হলে বাড়িতে সুখ বজায় থাকবে৷
ভাঙা আয় না- অনেক সময় বাড়িতে ভাঙা আয়না বা ভাঙা কাঁচ থাকে যার সাহায্যে মুখ দেখা হয় কিন্তু সেটি অশুভ তাই পুজোর আগে এসব বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভালো৷
বাদুর- বাদুর নামক প্রাণীটি খুবই অশুভ তাই পুজোর আগে বাড়ি পরিষ্কার করতে গিয়ে যদি কোথাও প্রাণীটির বাসস্থান খুঁজে পান তাহলে অবশ্যই তা দূর করে দিন তা না হলে দুর্ভাগ্য ও অসুস্থতা কখনওই যাবে না৷
কোনও দুর্ঘটনার ছবি- অনেক সময় বাড়িতে দেওয়ালে দুর্ঘটনার ছবি থাকে কিন্তু এ সব নেগেটিভ প্রভাব ফেলে জীবনে তাই এগুলো সরিয়ে ফেলবেন৷
মরে যাওয়া গাছ- বাড়ির উঠোনে বা আনাচে কানাচে অনেক সময় মরে যাওয়া বা শুকনো গাছপালা থাকে কিন্তু এগুলি খুবই অশুভ তাই পুজোর আগে এগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন৷
আবর্জনার স্তূপ- বাড়ির কোনও অংশ ময়লা আবর্জনা থাকলে তাতে বাড়িতে অশান্তি লেগেই থাকেই, তাই পুজোর আগে বাড়ির আশপাশে আবর্জনা সরিয়ে ফেলুন এবং পরিষ্কার রাখুন৷ বাস্তুশাস্ত্র মতে পুজোর সময় বাড়ির চারিদিক পরিষ্কার করলে মন ভালো থাকে৷ তাই দুর্ভাগ্য দূর করতে অবশ্যই উপরে জিনিসগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভালো৷