ভগৎ সিংয়ের চরিত্রে না আমিরের! জানালেন অভিনেতা নিজেই, প্রকাশ্যে এল আসল কারণ

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা হলেন আমির খান (Amir Khan)। তিনি এতদিন পর্যন্ত প্রচুর সিনেমায় অভিনয় করেছেন। সেই সকল সিনেমা গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো রং দে বাসন্তী, দঙ্গল, থ্রি ইডিয়টস, পিকে, তালাশ, সরফরোশ, এবং গজনী সহ আরো অনেক। কিন্তু আশ্চর্যজনকভাবে এত সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে দর্শক সহ সমালোচকদের মন জিতে নেওয়ার পরেও এখনো পর্যন্ত অভিনেতা কোন জাতীয় পুরস্কার অর্জন করতে পারেননি।

তবে আমির খানের কাছে এমন একটি সিনেমায় অভিনয় করার প্রস্তাব এসেছিল, যে সিনেমায় অভিনয় করলে তিনি অবশ্যই পুরস্কার অর্জন করতেন। তার পরিবর্তে ওই সিনেমায় অন্য আরেক জনপ্রিয় অভিনেতা অভিনয় করে পুরস্কার ঘরে তুলেছেন। যে সিনেমাটিকে নিয়ে কথা হচ্ছে সেটি হলো, “দ্য লিজেন্ড অফ ভগত সিং”। জানা যাচ্ছে যে, অজয় দেবগনের আগে পরিচালক রাজকুমার সন্তোষী সিনেমায় স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতা আমির খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

আরোও পড়ুন : এবার থেকে সপ্তাহে আরও কম দিন খোলা থাকবে ব্যাংক! ছুটির নিয়মে আসছে বড় পরিবর্তন

কিন্তু ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করতে চাননি আমির খান। আর ঠিক সেই কারণেই ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু কেন এমন একটা আইকনিক চরিত্রের অভিনয় করার সুযোগ পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন আমির? এই প্রশ্ন অনেকের মনে ঘোরাফেরা করে। সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে এসেছিলেন আমির। সেখানেই জানালেন আসল রহস্যের কথা।

আরোও পড়ুন : বুম্বাদা বলছেন, ‘পড়াশোনাটা আমার…’ মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন প্রসেনজিৎ? দেখুন মার্কশিট

এদিন আমির খান জানান, “ভগত সিং জি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি একজন অনন্য মানুষ ছিলেন। তিনি ২২-২৩ বছর বয়সে যা করেছিলেন, আমরা তা ভাবতেও পারি না। তাঁর ছিল অসীম সাহস। তিনি ছিলেন নির্ভীক। এটা খুবই বিরল গুণ। আপনি একজন ২৩ বছর বয়সী যুবককে দেখেন, যার গোঁফ ফুটেনি, যদি আমি সেখানে দাঁড়িয়ে থাকতাম, তখন আমার বয়স ৪০ হবে। একজন যুবকের সেই গুণটি আমার মধ্যে ফুটে উঠত না। “

আমির যেহেতু প্রত্যাখ্যান করেছিলেন তাই অজয় দেবগনের কাছে শেষমেষ ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব রাখেন সন্তোষী। অজয় তার দুর্দান্ত অভিনয়ে দক্ষতার মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিয়েছিলেন এই ভগৎ সিং সিনেমায় অভিনয় করে। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত তা লিজেন্ড অফ ভগৎ সিং নামক হিন্দি সিনেমাটি সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর