বাংলা হান্ট ডেস্ক : বারবার কাঠগড়ায় উঠতে হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীকে৷ কখনও শিশুমৃত্যুর কারণ আবার কখনও রাজনৈতিক প্রেক্ষাপটে কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে৷ তবে এবার সেই যোগী আদিত্যনাথের নিন্দায় সরব হলেন আসাদউদ্দিন ওয়েইসি৷ তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি, তিনি নাকি কখনও নির্বাচনে লড়াই করেননি এমনকি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার কোনও অভিজ্ঞতাই তাঁর নেই৷ তাই আশ্রম থেকে একেবারে সোজা মুখ্যমন্ত্রীর আসনে বসা আদিত্যনাথ নাকি খুব ভাগ্যবান এমনটাই মন্তব্য করে কটাক্ষ করেন আসাদুদ্দিন৷
হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এ দিন বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথের অর্থনীতির জ্ঞান এবং রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বার বার প্রশ্ন তোলেন৷এমনকি তিনি যে কিছুই নিজে জানেন না তার প্রমাণ নিজেই দিয়েছেন বলেন আসাদ উদ্দিন পাশাপাশি যোগীকে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি৷ ভারতে অর্থনৈতিক মন্দা চলছে, আর এতেই চিন্তার ভাঁজ দেশের অর্থ দফতরের৷ এমত অবস্থায় দেশের নিম্নগামী অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বেফাঁস মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছিলেন আদিত্যনাথ৷
তিনি এই অর্থনৈতিক মন্দার জন্য মুঘল ও ব্রিটিশদের দায়ী করেন একই সঙ্গে মুঘলদের আক্রমণে গোটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ভারতের ছিল বলে দাবি করেন তিনি, আর ব্রিটিশ শাসনকালে তা ধ্বংস হয়ে গিয়েছে৷ আর এই মন্তব্যের পর কার্যত ফেঁসে গিয়েছেন তিনি৷ তাই আদিত্যনাথের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আসাদউদ্দিন ওয়েইসি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে ছয় বছরের রাজত্বকালে বেকারত্ব বাস করতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বিজেপি সরকার কী করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন৷
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…