বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে নিজেকে কিছুদিনের জন্য সরিয়ে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমনকি জানা যাচ্ছে যে তিনি আরও বেশ কিছু মাস জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন না। আর তারপর থেকেই বহু চর্চিত ধোনির অবসর জল্পনা তীব্র রূপ ধারণ করেছে। অনেকেই মনে করছেন দেশের জার্সি গায়ে আর হয়তো মাঠে নামবেন না ধোনি। আর এমন পরিস্থিতিতে মুখ খুললেন বর্তমান ভারতীয় দলের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ান, ধাওয়ান বলেন ধোনির অবসরের ব্যাপারে সিদ্ধান্ত ধোনিকেই নিতে দিন।
এই মুহূর্তে ঝাড়খণ্ডে নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছেন ধোনি। মাঝে মাঝেই তাকে দেখা যাচ্ছে নতুন নতুন বাইক নিয়ে রাস্তায় বেরোতে। আর তারপরে প্রাক্তন ভারত অধিনায়কের অবসর প্রসঙ্গে মুখ খুললেন বর্তমান ভারতীয় দলের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ান বলেন ধোনি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলেছেন, ভারতের দায়িত্ব সামলেছেন খুবই সুন্দর ভাবে। তাই একজন খেলোয়াড়ের কখন জাতীয় দল থেকে অবসর নেওয়া প্রয়োজন সেটা ধোনির থেকে ভালো হয়তো আর কেউ জানেন না। তাই ধোনির অবসর প্রসঙ্গে যাবতীয় সিদ্ধান্ত ধনের উপর ছেড়ে দেওয়াই ভালো।
সেই সাথে ধাওয়ান আরও বলেন, ধাওয়ানের মতে ভারতীয় দলের অনেক কঠিন পরিস্থিতিতে সুন্দর সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। আর তাই নিজের ব্যাপারে এই বিরাট সিদ্ধান্ত ধোনির থেকে ভালো হয়তো আর কেউ নিতে পারবেন না। যখন সঠিক সময় আসবে তখন তিনি নিজেই সকলের জানিয়ে দেবেন তিনি কবে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন।
সেই সাথে ধাওয়ান জানান যে ক্রিকেটে এমন অনেক পরিস্থিতি আসে যখন ভালো ভালো খেলোয়াড়রাও নিজের সেরাটা দিতে পারেন না তখন একজন অধিনায়ক হিসেবে ধোনি সমস্ত ক্রিকেটারদের পাশে থাকতেন এবং তাদের কাছ থেকে নিজের সেরাটা বের করে আনতেন। আর তাই নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনির কারো উপদেশের প্রয়োজন মনে পরবে না, ধোনি নিজেই জানেন তিনি কখন অবসর নেবেন।