সাম্প্রতিক ভারতবর্ষের সবথেকে গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন হয়ে গেল। সেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা ভালো ফল করেছে বিজেপি। তারা ২থেকে ১৮টি আসন জয়লাভ করেছে এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর লোকসভা আসন টি, কারণ এখানকার বিজেপির প্রার্থী ছিল সৌমিত্র খাঁ কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার পর। তার নামে একাধিক অভিযোগ হয় এবং কোর্টের রায় অনুসারে তিনি বিষ্ণুপুরে একদিনের জন্য প্রচারে যেতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে এবার তার হয়ে প্রচার চালান তার স্ত্রী সুজাতা। তিনি সৌমিত্র খাঁর প্রচার চালিয়ে অবশেষে জয় ছিনিয়ে আনেন। প্রায় ৮০হাজার ভোটে জয়লাভ করেন বিজেপি।
সৌমিত্র খাঁ জেতার পিছনে যার মূল অবদান সেই সুজাতা খাঁ, মুখোমুখি বাংলা হান্ট তাকে একাধিক বিষয় প্রশ্ন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি একজন প্রার্থী না হয় কিভাবে তিনি শিক্ষিকা থেকে রাজনৈতিক জগতে প্রবেশ করলেন এবং কিভাবে এই জয় সম্ভব হল। এই পথ যে মধুর ছিল না তাও তিনি তার ভিডিও বার্তা জানিয়েছেন।
বেশ কয়েকটি চাঞ্চল্য তথ্য তুলে ধরেন, তার মধ্যে উল্লেখযোগ্য তার স্বামী যখন দল ত্যাগ করে তখন প্রশাসনের উপর থেকে প্রচন্ড চাপ সৃষ্টি করা হয় প্রায় একমাস তাদের বাপের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তিনি একটা সরকারি স্কুলে টিচার থাকা সত্ত্বেও তার চাকরিতে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এবং অবশেষে তিনি টিচারের চাকরির শেষ পর্যন্ত করতে পারলেন না। কীভাবে তিনি ওই কঠোর রোদ্দুরে ভোট প্রচার করেছেন তার বিস্তর বর্ণনা দিয়েছেন, কারণ তৃণমূল বিষ্ণুপুর লোকসভা আসন জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। সেখানে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক ব্যানার্জি এবং বীরভূমের তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তারপরেও এই বিপুল ভোটে জয় ভারতবর্ষের ইতিহাসে অন্যতম। বিস্তারিত তথ্য ভিডিও বার্তা দিলেন।