সৌদি আরবে জারি হল পোশাক ফতোয়া, চালু হলও নয়া আচরণবিধি

বাংলা হান্ট ডেস্ক : এবার সৌদি আরবে পোশাকের জন্য জারি হল ফতোয়া এবং চালু হল নয়া আচরণবিধি৷ তাই এ বার আমাকে ছোট পোশাক পরে বাইরে বেরনো যাবে না, রাস্তায় বেরোতে হলে পড়তে হবে ঢিলে ঢালা পোশাক আর এই কড়া নির্দেশিকা যদি না মানা হয় গুনতে হবে মোটা টাকা জরিমানা৷ তবে এই নির্দেশিকা শুধুমাত্র মহিলাদের জন্য নয় মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই রক্ষণশীল সৌদি আরবে পোশাক ফতোয়া জারি করা হয়েছে৷ এমনকি বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও শালীনতা বজায় রাখতে হবে পোশাকের এমন নির্দেশিকা জারি করেছে সৌদি আরব সরকার৷images 2

তবে শুধুমাত্র পোশাকের ক্ষেত্রেই ফতোয়া জারি নয়৷ বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে৷ প্রকাশ্যে কাউকে চুম্বন করা যাবে না এবং প্রকাশ্যে কাউকে জড়িয়ে ধরা যাবে না৷ সম্প্রতি সৌদি আরবের পর্যটন মন্ত্রকের ওয়েবসাইটে সরাসরি মহিলা এবং পুরুষকে রাস্তায় বেরোতে হলে আঁটোসাটো পোশাক পরা চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ এমনকী মহিলাদের ক্ষেত্রে কাঁধ ও হাঁটু অবশ্যই ঢেকে রাখতে হবে পাশাপাশি গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত জামা পরা বাধ্যতা মূলক৷

তবে এই মুহূর্তে বিদেশি পর্যটকদের জন্য বোরখা পরা বাধ্যতামূলক করা হচ্ছে না৷ অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাজ সিংহাসন পদে বসার পর থেকে মেয়েদের রক্ষণশীলতার বিষয়ে অনেক নিয়ম শিথিল করা হয়েছে৷ আগে যেখানে মহিলাদের স্টেডিয়ামে বসে খেলা দেখা কিংবা সিনেমা হলে বসে সিনেমা দেখার কোনও অনুমতি ছিল না মহম্মদ বিন সলমন সেই নিয়ম চালু করেন৷ তবে তার পর হঠাত্ পোশাক নিয়ে কেন এমন ফতোয়া জারি? এই নিয়ে প্রশ্ন উঠছে৷ তবে মুসলিম প্রধান সৌদি আরবে পোশাক ফতোয়া নতুন কিছু নয়৷

সম্পর্কিত খবর