বৃষ্টি থেমেও স্বস্তি নেই, আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : রবি ও সোমবার টানা চব্বিশ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর৷ রবিবার ছুটির দিনে সকালের দিকে ভারী বৃষ্টিপাত হলেও বিকেলের দিক থেকে আসতে আসতে আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল কিন্তু সোমবারের সকাল শুরু হলেও সেই বৃষ্টি দিয়েই৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে সোমবার সকালে৷

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত থাকার কথা ছিল কিন্তু না এখনই মিলছে না রেহাই, এখন আকাশে রোদ দেখা গেলেও বৃষ্টির রেশ অব্যাহত থাকবে  মঙ্গলবার অবধি৷ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে আজ দুপুর থেকে আবারও লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মঙ্গলবার অবধি সেই বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে৷ সোমবার দক্ষিণবঙ্গের সব কটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷RAINS BENGAL PTI 1

তাই পুজোর বাজারেও যে বাঙালির মন খারাপ হতে চলেছে তা আর বলার কিছু নেই৷ যদিও পুজোর চারটে দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন যাবে তা নিয়ে এখনও কোনও খবর শোনা যায়নি তবে এখন থেকেই ষষ্ঠী থেকে দশমী অবধি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও টানা বৃষ্টি চলবে৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম ও পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

পাঞ্জাব থেকে বিহার ও দক্ষিণ অসম পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে তার জেরেই বৃষ্টির সম্ভাবনা৷ শহর কলকাতাতেও আগামী চব্বিশ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা যদিও বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে৷ উল্লেখ্য মহালয়ার সপ্তাহে টানা চার দিন বৃষ্টি হল৷ বুধবার থেকে আকাশে রোদের দেখা ছিল না তবে রবিবার পরিস্থিতি অনেকটাই ভাল ছিল, তাই হাসি ফুটেছিল বাঙালিদের মুখে কিন্তু সোমবার থেকে আবারও মেঘের ভ্রুকুটি৷


সম্পর্কিত খবর