বাংলা হান্ট ডেস্ক: রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি ইতিমধ্যেই শেষ। আজকের জন্য রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আগামীকাল এই মামলার রায় দানের সম্ভাবনা রয়েছে বলে খবর।
আজ আদালতে মামলা চলাকালীন সকাল ১১.৪৫ থেকে ১২.১০ পর্যন্ত সিবিআইয়ের আইনজীবী নিজের বক্তব্য পেশ করেন। এরপর ১২.১০ থেকে ১টা পর্যন্ত রাজীব কুমারের আইনজীবী এর প্রত্যুত্তরে নিজের বক্তব্য পেশ করেন। দু’পক্ষের মধ্যে চলে সওয়াল-জবাব। ইতিমধ্যে শেষ হয়েছে শুনানি। কিন্তু এই মামলার রায় দান আজকের মতন স্থগিত রাখা হয়েছে। কিন্তু মনে করা হচ্ছে আগামী কাল সম্ভবত এই মামলার চূড়ান্ত নির্দেশ করা হবে।
আগামীকালই জানা যাবে যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ভাগ্য চাকা কোন দিকে ঘোরে। এছাড়াও কলকাতা হাইকোর্ট থেকে ঠিক কী নির্দেশ দেওয়া হবে, তা আগামীকালই জানা যাবে। প্রসঙ্গত বলে রাখা দরকার এর আগে আলিপুর আদালতে রাজিব কুমারের মামলা চলেছিল, কিন্তু সেই মামলা খারিজ করে দেয় আদালত। এরপরই রাজীবের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে এই মামলা নিয়ে আসেন। গত বুধবার থেকেই রাজিবের আগাম জামিন মামলা হাইকোর্টে চলছে। যার শুনানি শেষ হলো আজ এবং মনে করা হচ্ছে আগামীকাল কলকাতা হাইকোর্টের শুনানি তথা রায়দান দেবে।
প্রসঙ্গত, রাজীব কুমারের খোঁজ না পাওয়া গেলেও আড়ালে-আবডালে থেকেই পুলিশি গ্রেফতারি এড়ানোর চেষ্টা করে চলেছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। রাজীবের আইনজীবী আলিপুর আদালতেও আগাম জামিনের আবেদন জানান। সিজিও কমপ্লেক্সে গিয়ে সেকথা জানিয়েও আসেন। কিন্তু আলিপুর আদালতে মামলা খারিজ হওয়ার পর তা কলকাতা হাইকোর্টে আসে, এবং কাল তার চূড়ান্ত রায়দান। এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার জল কোনদিকে গড়ায়।