এখন গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে! হাইকোর্ট মঞ্জুর করলো জামিন

রাজীব কুমারের আগাম জামিনের রায় দান শেষ হলো। রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। শর্তসাপক্ষে, কলকাতা ছাড়তে পারবেন না রাজীব। আগাম জামিন মঞ্জুর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সিবিআই এর কাছে জমা রাখতে হবে যাবতীয় নথি। ৫০ হাজার টাকা ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিলো। কলকাতা হাইকোর্ট মনে করছে রাজিবের সিবিআই হেফাজতে নিয়ে তদন্তের প্রয়োজন নেই। তবে সিবিআই কে তদন্তে সব রকমের সহযোগিতা করতে রাজীব কুমার কে।

images 2019 10 01T121009.262

সিবিআই সূত্রে খবর ইতিমধ্যে তারা দিল্লির তাদের হেডকোয়ার্টারে জানিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে সিজিও কমপ্লেক্সে তারা এই বিষয়ে বৈঠক করবে এবং সেখান থেকে তারা মূলত সিদ্ধান্ত নিতে পারে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে যাওয়া হবে। এখন দেখার বিষয় রাজিব কুমারের যে জামিন কলকাতা হাইকোর্ট রায় দিল তার শেষ পর্যন্ত কিন্তু সিবিআই অধিকর্তা জানিয়েছেন তাকে ৮বার ডাকা হয়েছে, তিনি মাত্র দুই বার এসেছেন। তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। রাজীব কুমার জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ঘণ্টা আগে নোটিশ দিতে হবে এবং কোনো রকম গ্রেপ্তার করা যাবে না। এখন দেখার বিষয় সিবিআই অধিকর্তা এই বিষয়ে কোন দিকে পা বাড়ায়, কারণ কলকাতা পুলিশ কমিশনারকে যেভাবে হন্যে হয়ে খুঁজছে সিবিআই তাতে সিবিআইয়ের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তারা রাজীব কুমার কে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানতে পারবে বলে মনে করছে।

সেখানে সারদা-কাণ্ডে যে পেনড্রাইভ, লাল ডাইরি, এবং হার্ডডিক্স গুরুত্বপূর্ণ নথি আছে। সেই নথি থেকে তারা প্রকাশ্যে করলে শাসকদলের কিছুটা অস্বস্তিতে পড়তে পারে। সেখানে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা রয়েছে বলে মনে করা হচ্ছে। এইদিকে বিরোধীরা রাজীবকে নিয়ে উত্তাল। রাজীব কোথায় আছে সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছে? তিনি একাধিকবার ছুটির আবেদন করলেও হাজিরা দেয়নি এবং তিনি ছুটিতে আছেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি এবার সিবিআই মুখোমুখি হতে চলেছে রাজীব কুমার এখন সেই দিকে তাকিয়ে সবাই।

সম্পর্কিত খবর